shono
Advertisement

পুলিশের লাঠিচার্জের প্রতিবাদ, মঙ্গলবারও মিছিলের ডাক বামেদের

বিনা প্ররোচনা লাঠি চালিয়েছে পুলিশ, অভিযোগ সূর্যকান্তের। The post পুলিশের লাঠিচার্জের প্রতিবাদ, মঙ্গলবারও মিছিলের ডাক বামেদের appeared first on Sangbad Pratidin.
Posted: 06:31 PM May 22, 2017Updated: 01:01 PM May 22, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিনা প্ররোচনায় লাঠি চালিয়েছে পুলিশ। ছুড়েছে কাঁদানে গ্যাস। মুখ্যমন্ত্রীর নির্দেশ ছাড়া এমনটা হতে পারে না। সোমবারের নবান্ন অভিযানের পর আলিমুদ্দিনে সাংবাদিক বৈঠকে এমনই অভিযোগ তুললেন সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। পাশাপাশি এও জানালেন, মঙ্গলবার এর বিরুদ্ধে নামা হবে রাস্তায়। হবে প্রতিবাদ মিছিল।

Advertisement

[পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি, বামেদের নবান্ন অভিযান ঘিরে ধুন্ধুমার]

এদিন নবান্ন অভিযানকে সফল বলেই ব্যাখা করেন সিপিএম রাজ্য সম্পাদক। তিনি জানান, গতবার তৃণমূল সরকার ক্ষমতায় আসার চার বছর পর নবান্ন অভিযান হয়েছিল। এবার তা তৃণমূল ক্ষমতায় আসার পর ১ বছরেই হয়েছে। একইসঙ্গে তাঁর দাবি, এবারে নবান্ন অভিযান অনেক বেশি সফল। দ্বিগুণ হারে মানুষ তাতে অংশগ্রহণ করেছেন।

তাঁর অভিযোগ, মানুষের সমাগমেই ভীত-সন্ত্রস্ত হয়ে উঠেছে সরকার।  এতটাই বেপরোয়া হয়ে উঠেছে যে এভাবে লাঠিচার্জ করা হয়েছে। উপরমহলের নির্দেশ ছাড়া এটি সম্ভব নয় বলেই দাবি তাঁর। পাশাপাশি বাম সমর্থকদের ভূমিকাতেও তিনি খুশি। জানিয়েছেন, মানুষ যেভাবে এর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন তা ভাল ইঙ্গিত। তবে প্রশাসনের ভূমিকার কড়া সমালোচনা করে মঙ্গলবার প্রতিবাদ মিছিলের ঘোষণা করেন তিনি।

[অভিযানের আগেই নবান্নে ঢোকার চেষ্টা, গ্রেপ্তার সুজন-সহ পাঁচ বাম বিধায়ক]

এদিন সাংবাদিকদের উপর হামলারও কড়া নিন্দা করেন সিপিএমের রাজ্য সম্পাদক। তিনি বলেন দফায় দফায় সাংবাদিকদের উপর পুলিশ লাঠি চালিয়েছে। এর জেরে বেশ কয়েকজন গুরুতর আহতও হয়েছেন। এর বিরুদ্ধে সরব হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

[কেজরিওয়ালের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানির মামলা জেটলির]

The post পুলিশের লাঠিচার্জের প্রতিবাদ, মঙ্গলবারও মিছিলের ডাক বামেদের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement