shono
Advertisement

Breaking News

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মারমুখী ইনিংস খেলেও কটাক্ষের শিকার সূর্য, কেন?

মাত্র ৪২ বলে ৮০ রান করেন সূর্য।
Posted: 12:33 PM Nov 24, 2023Updated: 12:33 PM Nov 24, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টি-টোয়েন্টি ফরম্যাটে আবার দেখা গেল সূর্যের তেজ। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাত্র ৪২ বলে ৮০ রান করেন সূর্যকুমার যাদব (SuryaKumar Yadav)। শেষের দিকে রিঙ্কু সিং চটজলদি ১৪ বলে ২২ রান করায় ম্যাচ জিতে নেয় ভারত।
অধিনায়ক সূর্যকুমার যাদব বলেছেন, ক্যাপ্টেন হিসেবে জয়ের অনুভূতি তিনি উপলব্ধি করতে পারছেন। কিন্তু সেই সূর্যকে ট্রোলিংয়ের সামনে পড়তে হল। ভালো ব্যাটিং করে এবং ক্যাপ্টেন হিসেবে ম্যাচ জেতার পরেও কাউকে কি ট্রোল করা যায়? প্রথম টি-টোয়েন্টি ম্যাচে অজিদের হারানোর পরে সূর্যকুমার যাদবকে ট্রোলড করা হচ্ছে নেটদুনিয়ায়।

Advertisement

[আরও পড়ুন: টাকা নিয়ে সংসদে প্রশ্ন: মহুয়া বিতর্কের পর বদলে গেল সংসদীয় ওয়েবসাইটে লগ ইনের নিয়ম!]

টি-টোয়েন্টি ফরম্যাটে সূর্য নিজের দক্ষতা দেখালেও বিশ্বকাপ ফাইনালে কিন্তু তিনি একদম ফেল করেছেন। আসল সময়ে তাঁর ব্যাট কথা বলেনি। সেই প্রসঙ্গ টেনে এক সোশাল মিডিয়া ব্যবহারকারী লিখেছেন, ”সেদিন যদি ও এরকম খেলতে পারত, তাহলে আজ আমরা বিশ্বকাপে কফি ঢেলে তা পান করতাম।”


আরেক সোশাল মিডিয়া ব্যবহারকারী রবি শাস্ত্রী ও ম্যাথু হেডেনের কাল্পনিক কথোপকথন তুলে ধরেছেন-
রবি শাস্ত্রী-কী দুর্দান্ত ইনিংস সূর্যকুমার যাদব!
হেডেন-হ্যাঁ, তবে চার দিন পরে এলে এমন ইনিংস।


আরেক জন সোশাল মিডিয়ায় লিখেছেন, টি-টোয়েন্টি ফরম্যাট হলেই সূর্যের বন্যতা দেখা যায়, কিন্তু ওয়ানডেতে গড়পরতা খেলোয়াড়।
এরকমই সব মন্তব্যে ভরে গিয়েছে সোশাল মিডিয়া।

[আরও পড়ুন: বিলম্বিত ন্যায়বিচার, ছাত্রমৃত্যুর ঘটনায় এবার অনশনে যাদবপুরেরই অধ্যাপক]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement