shono
Advertisement

ICC ODI World Cup 2023: 'প্রধানমন্ত্রীর পরামর্শ আমাদের উজ্জীবিত করবে', বিশ্বকাপে হেরে জানালেন সূর্য

Posted: 05:58 PM Nov 25, 2023Updated: 05:58 PM Nov 25, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রায় এক সপ্তাহ হতে চলেছে। তবে গোটা দেশ এখনও শোকে আচ্ছন্ন। এমন প্রেক্ষাপটে টিম ইন্ডিয়ার (Team India) তারকা ক্রিকেটার সূর্যকুমার যাদব জানালেন, সমর্থকদের পাশে থাকার জন্য আপ্লুত মেন ইন ব্লু ব্রিগেড। গত ১৯ নভেম্বর অস্ট্রেলিয়ার (Australia) কাছে ৬ উইকেটে কাপযুদ্ধের (ICC ODI World Cup 2023) ফাইনাল হেরে গিয়েছিল ভারত। ট্রফি হাতছাড়া করার পর, বিরাট কোহলি (Virat Kohli)-রোহিত শর্মাদের (Rohit Sharma) উজ্জীবিত করতে, ড্রেসিংরুমে এসেছিলেন প্রধানমন্ত্রী (Prime Minister) নরেন্দ্র মোদি (Narendra Modi)। আর তাই প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন সূর্য।

Advertisement

এই মারকুটে ব্যাটার বলেন, "বিশ্বকাপ ফাইনালের হারের পর আমরা তখন ড্রেসিংরুমে হতাশ হয়ে বসে আছি। কেউ কারও সঙ্গে কথা বলতে পারছি না। ঠিক এমন সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আমাদের সঙ্গে দেখা করতে আসেন। আমাদের প্রতিটি ক্রিকেটারের কাছে গিয়ে, উদ্বুদ্ধ করেছিলেন। এটা অনেক বড় পাওনা। ওনার সঙ্গে কাটানো সেই পাঁচ-ছয় মিনিট আমাদের খুবই অনুপ্রেরণা দিয়েছে। খেলায় হার-জয় লেগেই থাকে। প্রধানমন্ত্রী আমাদের সেটাই বুঝিয়েছিলেন।"

[আরও পড়ুন: অভিমন্যু ঈশ্বরণের দাপুটে শতরান, বরোদাকে হেলায় হারিয়ে বিজয় হাজারে ট্রফিতে বাংলার দ্বিতীয় জয়]

এর আগে মহম্মদ শামি, রোহিত শর্মার মতো তারকারাও নরেন্দ্র মোদির ড্রেসিংরুমে আগমন নিয়ে মুখ খুলেছিলেন। এবার মন্তব্য করলেন অজিদের বিরুদ্ধে চলতি টি-টোয়েন্টি সিরিজের অধিনায়ক সূর্য।

ভারতীয় দল ২৪০ রানে গুটিয়ে গেলেও, রোহিতদের কাছে ম্যাচ জেতার সুযোগ চলে এসেছিল। জশপ্রীত বুমরাহ ও মহম্মদ শামির দাপটে মাত্র ৪৭ রানে ৩ উইকেট হারায় অজিরা। তবে সেই সময় ম্যাচ ঘুরিয়ে দেন ট্রাভিস হেড ও মার্নাস লাবুশানে। দুজন চতুর্থ উইকেটে ১৯২ রান যোগ করেন। আগ্রাসী মেজাজেই মহম্মদ শামি-জশপ্রীত বুমরাহ-মহম্মদ সিরাজদের বুঝে নিলেন বাঁহাতি ওপেনার। ১২০ বলে ১৩৭ করেন ট্রাভিস হেড। মারেন ১৫টি চার ও ৪টি ছক্কা। ফলে ম্যাচের সেরা হন ট্রাভিস হেড।

[আরও পড়ুন: 'টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য আমি তৈরি', অকপটে জানিয়ে দিলেন রিঙ্কু]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement