shono
Advertisement

পরিবারের অমতে বিয়ে, ৪৪ বছর পর সুষমাকে হারিয়ে নিঃসঙ্গ স্বামী

১৩ জুলাই ছিল সুষমার বিবাহবার্ষিকী৷ The post পরিবারের অমতে বিয়ে, ৪৪ বছর পর সুষমাকে হারিয়ে নিঃসঙ্গ স্বামী appeared first on Sangbad Pratidin.
Posted: 11:37 AM Aug 07, 2019Updated: 03:57 PM Aug 07, 2019

সংবাদ প্রতিদিন ডিডিটাল ডেস্ক: ভাল বন্ধু-সহকর্মী এরপর ঘরনি, চুয়াল্লিশ বছরের সম্পর্কে ছেদ৷ স্বামী-পরিজনদের রেখে অমৃতলোকের পথে সুষমা স্বরাজ৷ প্রিয় বান্ধবীকে হারিয়ে বড্ড একা স্বামী স্বরাজ কৌশল৷ একসঙ্গে কাটানো মুহূর্ত আজ শুধু স্মৃতিই৷ আর বুদ্ধিদীপ্তভাবে তাঁর টুইটের জবাব দেবেন না, একথা ভেবেই নিশ্চুপ হয়ে গিয়েছেন তিনি৷

Advertisement

[আরও পড়ুন: ছোট্ট শহর থেকে দিল্লির অলিন্দে, জেনে নিন সুষমার বর্ণময় জীবনের উত্থানের কাহিনি]

ছোট থেকে পড়াশোনার প্রতি আকর্ষণ ছিল সুষমার৷ সংস্কৃত এবং রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক হন তিনি৷ এরপর ভাবেন আইন নিয়ে পড়বেন৷ তিনি ভরতি হন পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ে৷ সেখানেই সহপাঠী হিসাবে পান স্বরাজ কৌশলকে৷ ভাল বন্ধু হয়ে যান দু’জনে৷ একসঙ্গে পড়াশোনা করার সুবাদে বই-খাতা আদানপ্রদান লেগেই থাকত৷ কিন্তু বই-খাতা আদানপ্রদানেই আটকে থাকলেন না দু’জনে৷ হয়ে গেল মন দেওয়া-নেওয়াও৷ কলেজ জীবন থেকেই একে অপরের সঙ্গে পথচলার অঙ্গীকার করে ফেলেন সুষমা-কৌশল৷ কিন্তু পরিবার মেনে নেয়নি তাঁদের সম্পর্ক৷ তবে যাই হোক না কেন, দু’জনে হাত ছেড়ে হাঁটার কথা ভুলেও ভাবেননি কেউ৷ তাই তো প্রায় পরিবারের বিরুদ্ধে গিয়েই ১৯৭৫ সালের ১৩ জুলাই পরিণতি পায় সুষমার প্রেম৷ স্বরাজ কৌশলের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন সুপ্রিম কোর্টের আইনজীবী সুষমা৷

সময় যত গড়িয়েছে, ততই বেড়েছে কাজের চাপ৷ আইনজীবী থেকে ধীরে ধীরে রাজনৈতিক ব্যক্তিত্ব হয়ে উঠেছেন সুষমা৷ হয়ে উঠেছেন প্রকৃত অর্থে জননেত্রী৷ কর্মসূত্রে বহু বছর ভিন শহরে দিন কাটিয়েছেন ব্যস্ত দম্পতি৷ তবে সম্পর্কের উষ্ণতা ছিল একইরকম৷ প্রতি মুহূর্তে নতুন করে নিজেদের আবিষ্কার করেছেন সুষমা-স্বরাজ কৌশল৷ বারবার প্রেমে পড়েছেন একে অপরের৷ তাঁদের মিষ্টি মধুর সম্পর্কের সাক্ষী নেটিজেনরাও৷ দু’জনের টুইটে মিলত গভীর ভালবাসার প্রকাশ৷ বেশ কয়েক বছর আগে কিডনির সমস্যা দেখা দেয় সুষমার৷ তাই সপ্তদশ লোকসভা নির্বাচনে অংশ নেননি বিজেপির দুঁদে নেত্রী৷ এই ইস্যুতে টুইটে স্ত্রীকে পরামর্শ দেন স্বরাজ কৌশল৷ তিনি লিখেছিলেন, ‘‘আমার মনে পড়ছে মিলখা সিং একদিন দৌড় থেকে ছুটি নিয়েছিলেন৷ নির্বাচনে অংশ না নেওয়ার জন্য ধন্যবাদ৷’’

[আরও পড়ুন: ‘বিশাল ব্যক্তিত্বের সামনেও মাথা উঁচু করে দাঁড়িয়েছেন আপনি’, সুষমার প্রয়াণে শোকস্তব্ধ সেলেবরা]

গত ১৩ জুলাই ছিল সুষমার বিবাহবার্ষিকী৷ ৪৪তম বিবাহবার্ষিকীও পালন করেছিলেন প্রাক্তন বিদেশমন্ত্রী৷ বহু বছর হাতে হাত রেখে কাটানোর স্বপ্ন দেখেছিলেন সুষমা-কৌশল৷ তবে এভাবে ছন্দপতন মেনে নিতে পারছেন না স্বরাজ কৌশল৷ প্রিয় বান্ধবীকে হারিয়ে বাকরুদ্ধ তিনি৷

The post পরিবারের অমতে বিয়ে, ৪৪ বছর পর সুষমাকে হারিয়ে নিঃসঙ্গ স্বামী appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement