অরিজিৎ গুপ্ত, হাওড়া: পুজোর মুখে কর্মহীন প্রায় হাজার খানেক শ্রমিক। বন্ধ হয়ে গেল জুটমিল। বৃহস্পতিবার সাসপেনশন অফ ওয়ার্কের নোটিস দিয়ে পুজোর আগেই অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হল হাওড়ার দাসনগরের ভারত জুট মিল।
এদিন সকালে জুট মিলে কাজে যোগ দিতে এসে 'সাসপেনশন অফ ওয়ার্ক'-এর নোটিশ দেখে দিশেহারা হয়ে পড়েন শ্রমিকরা। জুট মিলের গেটের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। জুট মিলের কর্মচারীদের অভিযোগ, তাঁত বিভাগের শ্রমিকদের অতিরিক্ত কাজ করানোর জন্য চাপ দেওয়া হচ্ছিল। গত কয়েকদিন ধরে তাঁদের দুটোর বদলে চারটে মেশিন চালানোর জন্য চাপ দেওয়ার অভিযোগ উঠেছে রাজ্য শাসকদলের ইউনিয়ন এবং ম্যানেজমেন্টের বিরুদ্ধে। পালটা শ্রমিকরা জানিয়ে দেন, তাঁদের পক্ষে একসঙ্গে চারটি মেশিন চালানো অসম্ভব। বিষয়টি নিয়ে গতকাল তারা ম্যানেজমেন্টের কাছে প্রতিবাদ জানায়। ফলস্বরূপ এদিন 'সাসপেনশন অফ ওয়ার্ক'-এর নোটিস ঝুলিয়ে দেওয়া হয়। কাজহারা শ্রমিকদের কথায়, ঠিক সময় বেতন হত না। মিলত না পিএফ-ও। সব আর্থিক সুবিধা থেকে তাঁদের বঞ্চিত করা হয়েছে।
মিল কর্তৃপক্ষের দাবি, তাঁত বিভাগের কর্মীদের বার বার বলা সত্ত্বেও উৎপাদনে নজর দেননি তাঁরা। ফলে অন্যান্য বিভাগের উৎপাদনও মার খেয়েছে। তাই অনির্দিষ্টকালের জন্য কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। এর প্রতিবাদে বৃহত্তরে আন্দোলনে নামছে শ্রমিকরা।