shono
Advertisement
Suvendu Adhikari

মোদিকে অপমান, ভারত বিরোধী স্লোগান! ভিডিও-সহ বাংলাদেশ হাই কমিশনের দ্বারস্থ শুভেন্দু

ভিডিওর পরিপ্রেক্ষিতে দ্রুত পদক্ষেপ গ্রহণের আর্জি বিরোধী দলনেতার।
Published By: Tiyasha SarkarPosted: 06:43 PM Jul 29, 2024Updated: 07:08 PM Jul 29, 2024

রূপায়ণ গঙ্গোপাধ্যায়: বাংলাদেশে লাগাতার ভারত বিরোধী স্লোগান, প্রধানমন্ত্রী মোদিকে অপমানের অভিযোগ। বাংলাদেশ হাই কমিশনারের দ্বারস্থ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর পেশ করা ভিডিওর পরিপ্রেক্ষিতে দ্রুত পদক্ষেপ গ্রহণের আর্জি করেছেন তিনি।

Advertisement

সোমবার বিকেলে কলকাতায় বাংলাদেশ হাই কমিশনারের সঙ্গে দেখা করতে যান শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)-সহ বিজেপির প্রতিনিধি দল। অভিযোগ, আগে থেকে অনুমতি নেওয়া ছিল। তা সত্ত্বেও এদিন রাজ্য পুলিশ তাঁদের বাধা দেয়। বেশ কিছুক্ষণ পর ভিতরে প্রবেশ করেন তাঁরা। শুভেন্দু অধিকারী এদিন বলেন, "আমরা গত শনিবার জানিয়েছি হাই কমিশনারের কাছে আসার কথা। আমাদের কাছে লিখিত অনুমতি পত্র আছে। বাংলায় জঙ্গলরাজ চলছে। আইনের মধ্যে দাঁড়িয়েই ওদের শিক্ষা দেব। দিনের পর দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ অসভ্যতামি করছে। এটা মেনে নেওয়া হবে না।"

[আরও পড়ুন: ‘নিয়মের বেড়াজালে আটকাচ্ছে কাজ’, মুখ্যমন্ত্রীকে হস্তক্ষেপের আর্জি টলিউড পরিচালক-প্রযোজকদের]

এদিন বাংলাদেশে ওঠা ভারত বিরোধী স্লোগানের কপি ও ভিডিও বাংলাদেশ হাই কমিশনারের হাতে তুলে দেন শুভেন্দু অধিকারী। এর পর তিনি বলেন, "বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে আমাদের মাথা-ব্যাথা নেই। আমরা মমতা বন্দ্যোপাধ্যায় নই। যারা রোহিঙ্গাদের বলে সিএএ হবে না, আমার দরজা খোলা আপনাদের জন্য। আমরা ভারত বিরোধী স্লোগানের মন্তব্য নিয়ে আমরা জানিয়েছি। ভারত আমাদের মা। ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে অপমান করলে আমরা বরদাস্ত করব না।।" ভিডিওর পরিপ্রেক্ষিতে দ্রুত পদক্ষেপ গ্রহণের আর্জি করেছেন তিনি।

[আরও পড়ুন: ‘আমি হেরে গিয়েছিলাম, তোমরা জিতে গিয়েছ’, কেন এমন উপলব্ধি সৃজিতের?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • লাগাতার ভারত বিরোধী স্লোগান, প্রধানমন্ত্রী মোদিকে অপমানের অভিযোগ।
  • বাংলাদেশের বিরুদ্ধে বাংলাদেশ হাই কমিশনারের দ্বারস্থ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
  • তাঁর পেশ করা ভিডিওর পরিপ্রেক্ষিতে দ্রুত পদক্ষেপ গ্রহণের আর্জি করেছেন তিনি।
Advertisement