shono
Advertisement

বাংলায় ‘সুখ্যাতি’, ত্রিপুরায় গিয়ে সেই বামেদেরই তুলোধোনা করলেন শুভেন্দু

পশ্চিমবঙ্গে সিপিএমের বীভৎসতা ত্রিপুরায় মনে করালেন শুভেন্দু।
Posted: 06:49 PM Jan 10, 2023Updated: 09:45 PM Jan 10, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিন কয়েক আগে বাংলায় দাঁড়িয়ে সিপিএমের (CPIM) সুখ্যাতি শোনা গিয়েছিল শুভেন্দু অধিকারীর মুখে। বলেছিলেন, সব সিপিএম খারাপ নয়। নন্দীগ্রামে ‘ভাল’ সিপিএমের সহযোগিতায় তিনি নির্বাচনে জিতেছেন বলে স্বীকারও করে নিয়েছিলেন। সেই শুভেন্দু অধিকারীই মঙ্গলবার ত্রিপুরায় (Tripura) দাঁড়িয়ে বামদের মুণ্ডপাত করলেন। বাংলায় বাম জমানা যে কতটা ‘নৃশংস’ ছিল, সেটা বুঝিয়ে এলেন। সেই সঙ্গে আক্রমণ করলেন কংগ্রেসকেও।

Advertisement

মঙ্গলবার ত্রিপুরায় দলীয় সভায় শুভেন্দু বলেছেন, পশ্চিমবঙ্গে কংগ্রেস (Congress) ও সিপিএম কোথাও নেই। বাংলায় সিপিএমের বীভৎসতা দেখেছি। ত্রিপুরার মানুষও সিপিএমের রাজত্বে সেই অভিজ্ঞতায় সমৃদ্ধ। তাঁদের একটি বুথেও মাথা তুলতে দেবেন না। মঙ্গলবার সিপাহিজলা জেলায় চড়িলামে জনবিশ্বাস যাত্রা উপলক্ষ্যে আয়োজিত জনসভায় অংশ নেন শুভেন্দু। নিজের ভাষণে শুভেন্দু (Suvendu Adhikari) নন্দীগ্রাম, মরিচঝাপি, নানুরে’র গণহত্যার কাহিনীও মনে করিয়েছেন। শুভেন্দুর আবেদন, সিপিএমকে ত্রিপুরায় আর সুযোগ দেবেন না।

[আরও পড়ুন: কুণালকে ‘এলিতেলি’ বলে কটাক্ষ মিঠুনের, পালটা ‘মহাগুরু’র গোপন কথা ফাঁস তৃণমূল মুখপাত্রের]

ত্রিপুরার সভায় শুভেন্দু বলেন, “১৯৮৮ সাল থেকে সিপিএমের বিরুদ্ধে লড়াই করছি। বামেদের বীভৎসতা দেখেছি। ত্রিপুরার মানুষেরও বাম জমানার কালো দিনের তিক্ত অভিজ্ঞতা রয়েছে। তাঁর দাবি, সিপিএম নিজের দল ছাড়া কিছুই বোঝে না। রাজনৈতিক রং বিচার না করে কোনও কাজ করে না। তাই, লাল পার্টিকে দেখা যাচ্ছে না। হয়তো গর্তে লুকিয়ে রয়েছে, বিদ্রুপের সুরে বলেন তিনি। শুভেন্দুর বক্তব্য, ২০১৮ সালে ত্রিপুরায় ক্ষমতার পরিবর্তন হয়েছে। আগামী বিধানসভা নির্বাচনে সিপিএমকে একটি বুথেও মাথা তুলতে দেবেন না।

[আরও পড়ুন: গঙ্গাসাগরে হিন্দিভাষীদের জন্য বিশেষ ব্যবস্থা, বুধবার আউট্রাম ঘাটে পুণ্যার্থীদের শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর]

বাংলার মতো ত্রিপুরাতেও জোট গড়ার পথে বাম-কংগ্রেস। সম্ভাব্য সেই জোট প্রসঙ্গে তাঁর কটাক্ষ, প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে ডাইনি এবং কংগ্রেসকে বুর্জোয়া দল বলত সিপিএম। অথচ, পশ্চিমবঙ্গে সেই কংগ্রেসের সাথে জোট বেঁধেছে। তাই, ২০২১ বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে ওই দুই দল নিশ্চিহ্ন হয়ে গেছে। তাঁর পরামর্শ, কংগ্রেস-সিপিএমের সুবিধাবাদ ও বুর্জোয়া জোট থেকে সাবধানে থাকবেন। ত্রিপুরায় পাঁচ বছরে উন্নয়নের আগামী পাঁচ বছরে আরও এগিয়ে নিয়ে যাবে বিজেপি। তাঁর দাবি, সারা দেশে পরিবারবাদ, জাতপাত এবং তোষণের রাজনীতি খতম করে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। তার বদলে শৌচালয়, স্বচ্ছ ভারত, বিনামূল্যে গ্যাস সিলিন্ডার, আবাস যোজনায় ঘর, কিষান সম্মান নিধি (PM Kishan) এবং প্রতি ঘরে জল পৌছে দিয়েছেন তিনি। শুভেন্দুর দাবি, ত্রিপুরায় আবারও ডাবল ইঞ্জিনের সরকার তৈরি হবে। পশ্চিমবঙ্গে পরবর্তী নির্বাচনে বিজেপি ক্ষমতায় ফিরবে বলেও দাবি করেছেন তিনি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement