সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আন্দোলন বন্ধ করতে গিয়ে চাকরিপ্রার্থীকে কামড়ানোর অভিযোগ পুলিশকর্মীর বিরুদ্ধে। আর সেই অভিযোগেই এই মুহূর্তে উত্তাল রাজ্য রাজনীতি। ইতিমধ্যেই এই ঘটনায় বিভাগীয় তদন্তের নির্দেশ ডিসি সাউথ আকাশ মাঘারিয়া (Akash Magharia)। এরই মধ্যে আবার এই বিতর্কে নয়া মাত্রা যোগ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। ঘুরিয়ে শুভেন্দু দাবি করলেন, বিজেপির নবান্ন অভিযানের দিন তাঁকেও কামড়ানোর জন্য পুলিশকর্মীদের পাঠানো হয়েছিল। তিনি সেটা হতে দেননি।
আসলে গত ১৩ সেপ্টেম্বর বিজেপির নবান্ন (Nabanna) অভিযানের দিন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে অদ্ভুদ আচরণ করতে দেখা যায়। একপ্রকার নবান্ন অভিযান শুরুর আগেই পুলিশের হাতে ধরা দেন তিনি। শুরুতেই পুলিশের হাতে ধরা দেওয়ায় বিজেপির (BJP) বহু প্রতীক্ষিত কর্মসূচিতে কার্যত সেভাবে দেখাই মেলেনি শুভেন্দুর। সেই সঙ্গে মহিলা পুলিশ কর্মীদের উদ্দেশে মন্তব্য করেন, ‘ডোন্ট টাচ মাই বডি। আই অ্যাম মেল, উ আর ফিমেল।’ শুভেন্দুর সেদিনের সেই আচরণের জন্য বিস্তর কটাক্ষ শুনতে হয়েছে তাঁকে। এমনকী, তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তাঁকে ‘আলুভাতে বিরোধী দলনেতা’ বলেও কটাক্ষ করেছেন। পরে নিজের মন্তব্যকে সমর্থন করতে গিয়ে শুভেন্দু বলেন, রাজ্য সরকার তাঁকে ফাঁসানোর চেষ্টা করছিল।
[আরও পড়ুন: সুখবর! ২০১৪ সালের টেট উত্তীর্ণদের ৩৯২৯ শূন্যপদে অবিলম্বে নিয়োগের নির্দেশ হাই কোর্টের]
কিন্তু বুধবারের ‘কামড়’ কাণ্ডের পর তিনি নতুন অস্ত্র নিয়ে মাঠে নামলেন। এবারে শুভেন্দু ঘুরিয়ে দাবি করছেন, সেদিন তাঁকেও কামড়ানোর চেষ্টা করা হয়েছিল। এ প্রসঙ্গে, সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিরোধী দলনেতা বলেন,”পুলিশ যে কামড়াতে পারে সেটা আমার ধারণা ছিল না। এই লেডি ব্রিগেড আমার উপরও চড়াও হয়েছিল। আমাকে যারা ঘিরে ধরেছিল সবাই স্পোর্টস ড্রেসে ছিল। আগে থেকেই সব পরিকল্পনা করা ছিল। ওরা চেয়েছিল মহিলা পুলিশকর্মীদের সঙ্গে আমার হাতাহাতি হোক। আমি সেদিন কামড়ানোর সুযোগ দিইনি। প্রতিবাদ করেছিলাম।”
[আরও পড়ুন: নন্দীগ্রামে শহিদ তর্পণ মঞ্চে আগুন: ‘৩ দিনের মধ্যে দোষীরা গ্রেপ্তার না হলে অনশন’, হুঁশিয়ারি কুণালের]
শুধু সংবাদমাধ্যমে বৈঠকে নয়, নিজেদের টুইটার হ্যান্ডেলেও শুভেন্দু রাজ্য সরকারকে এ নিয়ে কাঠগড়ায় তুলেছেন। বৃহস্পতিবার দুই ঘটনার ভিডিও পাশাপাশি পোস্ট করে তিনি দাবি করেন,”পুলিশ যে কামড়াতে পারে ধারণা ছিল না। এই লেডি ব্রিগেড আমার ওপরও চড়াও হয়েছিল। আমার সময়ে যারা ঘিরেছিল সবাই স্পোর্টস ড্রেসে ছিল। আগে থেকেই সবটা পরিকল্পনা করা ছিল। ওরা চেয়েছিল ওই মহিলা পুলিশ কর্মীদের সঙ্গে আমার হাতাহাতি হোক। আমি সেদিন কামড়ানোর সুযোগ দিইনি। আমি প্রতিবাদ করেছিলাম।” যদিও শুভেন্দুর এই ‘কামড়’ তত্ত্বকে সেভাবে গুরুত্বই দিচ্ছে না তৃণমূল (TMC)।