সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘জায়গা আপনি ঠিক করুন।’ দুর্নীতি ইস্যুতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে মুখোমুখি বিতর্কে বসার চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। অভিষেকের সেই চ্যালেঞ্জ গ্রহণ করলেন না শুভেন্দু। জানিয়ে দিলেন, অভিষেকের সঙ্গে তর্ক করার কোনও প্রয়োজন তাঁর নেই। কারণ আগেই সম্মুখসমরে খোদ মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছেন তিনি।
আসলে বুধবার রাতেই বেনজির টুইট যুদ্ধে শুভেন্দু অধিকারীকে সরাসরি বিতর্কে বসার চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিলেন অভিষেক। দীর্ঘ বাদানুবাদের পর তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক বিরোধী দলনেতাকে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে বলে দেন,”আপনার সব প্রশ্নের জবাব দিতে আমি তৈরি। আপনি শুধু জায়গা ঠিক করুন। সেখানে কয়লা কাণ্ডে এক অভিযুক্তের সঙ্গে আপনার যে ফোনে কথা হয়েছে, সেটার অডিও ক্লিপও নিয়ে আসব। আপনি কি চ্যালেঞ্জ নিতে প্রস্তুত।” যার জবাবে শুভেন্দু বলেন,”আপনি তাহলে ওই ক্লিপ নিয়ে আদালতে কেন যাচ্ছেন না? নাকি আদালতে গেলে নিজে বিপদে পড়ে যেতে পারেন সেই ভয়।” তারও পালটা দিয়েছেন অভিষেক। তিনি জানান, “সময় এলেই সব প্রকাশ করা হবে। অপেক্ষা করুন।”
[আরও পড়ুন: হাতে চাঁদ পেল ভারত, ১৪০ কোটির স্বপ্ন নিয়ে চন্দ্রপৃষ্ঠে ইসরোর ‘বিক্রম’]
এসবের মধ্যে আবার আসরে নেমে পড়েন তৃণমূলের অন্য নেতারাও। ঋজু দত্ত থেকে শুরু করে শান্তনু সেন, সকলে সমস্বরে শুভেন্দুকে আক্রমণ করেন। তাঁদের বক্তব্য, পারলে অভিষেকের চ্যালেঞ্জ গ্রহণ করুন। কিন্তু বিরোধী দলনেতার যুক্তি, তিনি নন্দীগ্রামে মমতাকেই হারিয়েছেন। তাই অভিষেকের সঙ্গে চ্যালেঞ্জে বসার প্রশ্ন নেই। তিনি বলেন, “আমার তোলা প্রশ্নের জবাব উনি দিতে পারেননি। অন্য দিকে চলে গিয়েছেন। ওঁর সঙ্গে বসতে যাব কেন? যাঁর বলে উনি বলীয়ান, সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমার বড় যুদ্ধে বসা হয়ে গিয়েছে। মানুষ আমাকে নির্বাচিত করে পাঠিয়েছেন।”
[আরও পড়ুন: ‘স্বপ্নের ভারত গড়তে প্রতিটা ভোট দামী’, নির্বাচন কমিশনের ‘জাতীয় আইকন’ হয়েই বললেন শচীন]
যদিও তৃণমূল বলছে, বিরোধী দলনেতা ভয় পেয়েছেন। শুভেন্দুর (Suvendu Adhikari) কাছে অভিষেকের সব প্রশ্নের জবাব নেই। তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ বলছেন, “অভিষেক যে প্রশ্ন করছেন, তার জবাব ওঁর (শুভেন্দু) কাছে নেই। তাই এ সব বলছেন। তা না হলে শয়নে-স্বপনে-ভাষণে যে অভিষেকের কথা ভাবেন, তাঁর সঙ্গে বিতর্কে বসতেন!’’