রাহুল রায়: ২০১৪ টেট চাকরিপ্রার্থীদের তালিকায় বড়সড় চমক। প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রকাশিত তালিকায় নাম রাজনীতিকদেরও। তালিকায় রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় থেকে অভিষেক। আবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ, সিপিএম নেতা সুজন চক্রবর্তীর নামও রয়েছে তালিকায়। তা নিয়ে রীতিমতো শোরগোল সর্বত্র।
ওই তালিকা অনুযায়ী, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রাপ্ত নম্বর ৯২।
আবার শুভেন্দু অধিকারী পেয়েছেন একশোয় একশো।
দ্বিতীয় স্থানে রয়েছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। তিনি পেয়েছেন ৯৯।
বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের প্রাপ্ত নম্বর ৯৮।
[আরও পড়ুন: ‘কাজ করতে গেলে ভুল হবেই’, নিয়োগ দুর্নীতি ইস্যুতে ফের সরব মুখ্যমন্ত্রী]
রাজনীতিকদের নাম থাকা এই তালিকা প্রকাশ্যে আসার পর স্বাভাবিকভাবেই জোর শোরগোল শুরু হয়েছে। টেট আদতে ‘ভূতুড়ে কাণ্ড’ বলেই দাবি করেছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রীতিমতো রসিকতার ছলে আক্রমণ করে রাজ্য সরকারকে। তাঁর কথায়, “আবেদন না করে চাকরি পাওয়া গেলে ভালই। আমি চাই কালীঘাটের কাছাকাছি কোনও স্কুলে আমাকে শিক্ষকের চাকরি দেওয়া হোক।”
এই ইস্যুতে সরব হওয়া বিরোধীদের পালটা জবাব দিয়েছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তিনি বলেন, “তালিকায় রাজনীতিবিদদের নামের খোঁজ চলছে। হয় এই নামে কেউ আছেন, নয় ধরে নিতে হবে এটা অন্তর্ঘাত। কোনও অশুভ শক্তি এর মধ্যে ঢুকে অস্বস্তিতে ফেলছে সরকারকে। আমার একার নাম কুণাল ঘোষ নয়। অনেকের নাম আছে। যদি তেমন হয়, তাহলে সন্দেহের অবকাশ নেই। কিন্তু না হলে দেখা হোক।”