shono
Advertisement

Breaking News

‘বাংলা সিনেমার নয়, নিজের মাথায় ছাতা ধরছি!’‘শ্রীমতী’ছবির প্রচারে ফের সরব স্বস্তিকা

এর আগে 'শ্রীমতী'র শো টাইম কমে যাওয়ায় প্রতিবাদ করেছিলেন স্বস্তিকা।
Posted: 01:08 PM Jul 19, 2022Updated: 01:08 PM Jul 19, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সংসার সুখের হয় রমণীর গুণে। আর সেই সংসার যদি হয় সিনেমার, তাহলে? চিন্তা নেই, রয়েছেন টলিউডের শ্রীমতি স্বস্তিকা মুখোপাধ্যায়! (Swastika Mukherjee) যিনি পরিচালক অর্জুন দত্তর সঙ্গে কোমর বেঁধে নেমে পড়েছেন ছবির প্রচারে। তবে এতদিন লোকে নিজের ঢাক নিজেই পেটাতেন, স্বস্তিকা এ ব্যাপারে একটু হটকে। তিনি বরং বাংলা ছবির মাথায় নয়, নিজের মাথাতেই ছাতা ধরছেন!

Advertisement

ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। গত সপ্তাহে মুক্তি পেয়েছে স্বস্তিকা মুখোপাধ্যায় অভিনীত ছবি ‘শ্রীমতি’ (Shrimati )। এক সপ্তাহ ঘুরতেই দুম করে কমে গিয়েছে সিনেমা হল। এমনকী, কমে গিয়েছে এই ছবির শো টাইমও। এই নিয়ে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন স্বস্তিকা। এমনকী, বাংলা ছবির নামী প্রযোজক সংস্থা এভিএফকেও একহাত নিয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় বিরোধিতা করার কারণে স্বস্তিকা মুখে পড়েছেন তীব্র কটাক্ষের। তবে স্বস্তিকা থামার পাত্রী নন। সব কটাক্ষকে ফুঁ দিয়ে উড়িয়ে ছবির প্রচারে নিজেই মাঠে নেমে পড়লেন। ‘শ্রীমতী’ ছবিকে সবার কাছে পৌঁছে দিতে সিনেমা হলে গিয়েও দর্শকদের সঙ্গে দেখা করছেন স্বস্তিকা। আর সেকথাই সোশ্যাল মিডিয়ায় নতুন পোস্টের মধ্যে দিয়ে জানিয়ে দিলেন অভিনেত্রী।

[আরও পড়ুন: মালয়েশিয়ায় জয় মুর্শিদাবাদের দুই কিশোরের, বিদেশের মাটিতে ফের সম্মানিত বাংলার ছবি ‘দোস্তোজি’]

স্বস্তিকা লিখলেন, ”বলিউড স্টাররা নিজেদের ছবি প্রোমোট করতে সারা দেশে ঘুরে বেড়ান। শাহরুখ খানও কলকাতায় এসেছেন প্রায় তাঁর প্রত্যেকটা ছবি প্রোমোট করতে। স্টেজে উঠে নাচতেও দেখেছি। আমি নিজের শহরটুকুতে, কারণ এইটুকু জায়গাতেই তাও কিছু হলে আমরা এখনও যুদ্ধ করে টিকে আছি। সেখানে যাচ্ছি, তাতে প্রবলেমটা কোথায়? সিনেমা দেখতে আসুন, আমার মুখ দেখতে আসুন, সেলফি তোলার লোভে আসুন, এলেই তো হল, জঘন্য একটা বই হলে অডিয়েন্স ছেড়ে দিত না। বাংলা ছবির মাথায় ছাতা ধরতে বলছি না। আমি আমার নিজের মাথায় ছাতা ধরছি।”

এর আগে ফেসবুক পোস্টে স্বস্তিকা অভিযোগ করেছিলেন, সপ্তাহ ঘুরতেই সিনেমা হল পাচ্ছে না ‘শ্রীমতী’। বাংলা ছবির পাশে দাঁড়ান! করোনাকাল পেরিয়ে যখন ফের সিনেমা হল খুলল, তখন দেখা গেল, বাংলা ছবির বক্স অফিসে ভাটা! তার উপর বলিউড ও দক্ষিণী ছবির দাপটে বাংলা ছবি নিজের জায়গা করেই উঠতে পারছিল না। মাল্টিপ্লেক্স গুলোতে ক্রমশ কমে আসছিল বাংলা সিনেমার শো টাইম। ঠিক সেই সময়ই টলিউডে নতুন বিপ্লব। অভিনেতা থেকে প্রযোজক, পরিচালক সবাই সোশ্যাল মিডিয়ায় শুরু করলেন হ্যাশ ট্যাগ ‘বাংলা সিনেমার পাশে দাঁড়ান’। দর্শকদের কাছে নানাভাবে অনুরোধ, নানা পরিকল্পনা করে বাংলা সিনেমার সুদিন ফেরানোর চেষ্টা করলেন টলিউডের কলাকুশলীরা। কিন্তু সত্যিই কি এই বিপ্লব কাজে এল? প্রশ্ন তোলেন অভিনেত্রী।

[আরও পড়ুন: মুখ ভরতি দাড়ি, এলোমেলো চুলে লন্ডনের রাস্তায় ঘুরছেন শাহরুখ! ভাইরাল ‘ডানকি’ ছবির লুক]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement