shono
Advertisement
T20 World Cup 2024

'প্রত্যেকে জানে গতবার কী হয়েছিল', সেমিফাইনালের আগে ভারতকে হুমকি ইংল্যান্ডের

গতবারের বিশ্বকাপের কথা স্মরণ করিয়ে দিল ইংল্যান্ড।
Published By: Krishanu MazumderPosted: 02:45 PM Jun 25, 2024Updated: 04:11 PM Jun 25, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে ভারত। অন্য দিকে বিশ্বকাপে থাকবে কি থাকবে না, এমন দোদুল্যমান অবস্থা থেকে শেষমেশ ইংল্যান্ডও শেষ চারে। চলতি মাসের ২৭ তারিখ গায়ানায় ভারত-ইংল্যান্ড মুখোমুখি।
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2024) শেষ চারের বল এখনও গড়ায়নি। কিন্তু ইংল্যান্ড ক্রিকেট বোর্ড শেষ চারের ম্যাচের আগে ভারতকে খোঁচা দিল। মনে করিয়ে দিল গতবারের বিশ্বকাপের কথা। গতবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে এই দুদল মুখোমুখি হয়েছিল। সেবার দশ উইকেটে ইংল্যান্ডের কাছে ম্যাচ হেরেছিল টিম ইন্ডিয়া। সেই প্রসঙ্গ মনে করিয়ে দিয়ে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড সোশাল মিডিয়ায় লিখেছে, ''প্রত্যেকেই জানে গতবার কী হয়েছিল?''

Advertisement

[আরও পড়ুন: সেমিফাইনালে বৃষ্টির ভ্রুকুটি, ভেস্তে যাবে ভারত-ইংল্যান্ড দ্বৈরথ! ফাইনালে পৌঁছবে কে?]


এবার কি সেই হারের মধুর প্রতিশোধ নিতে পারবে ভারত? সোমবার অস্ট্রেলিয়াকে হারিয়ে শেষ চারের ছাড়পত্র জোগাড় করেছে রোহিত শর্মার ভারতীয় দল। হিটম্যানের ব্যাট গর্জে ওঠে। নার্ভাস নাইন্টিতে আউট না হলে রোহিত হয়তো টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্রুততম সেঞ্চুরিই করতেন। রান তাড়া করতে নেমে ট্রাভিস হেড একসময়ে ভারতীয় বোলারদের পরীক্ষা নিচ্ছিলেন। কিন্তু হেড আউট হতেই অস্ট্রেলিয়ারও প্রতিরোধ শেষ হয়ে যায়। 


গতবারের সেই সেমিফাইনাল ভুলে যেতে চাইবেন ভারতের ক্রিকেটভক্তরা। ভারতীয়রা ১৬৯ রান তুলেছিল। হার্দিক পাণ্ডিয়া ৬৩ এবং কোহলি পঞ্চাশ করেছিলেন। ব্যাট করতে নেমে অ্যালেক্স হ্যালেস এহং জস বাটলার ভারতীয় বোলারদের নির্মম ভাবে প্রহার করেন। ১৬ ওভারেই দশ উইকেটে ম্যাচ জিতে নেয় ইংল্যান্ড। এবার দুদেশের লড়াইয়ে কী হবে, তার উত্তর দেবে সময়।

[আরও পড়ুন: বাংলাদেশকে হারাতে চোটের ‘অভিনয়’! সেমিতে উঠেও প্রবল সমালোচনার মুখে আফগানিস্তান]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে ভারত।
  • অন্য দিকে বিশ্বকাপে থাকবে কি থাকবে না, এমন দোদুল্যমান অবস্থা থেকে শেষমেশ ইংল্যান্ডও শেষ চারে।
  • চলতি মাসের ২৭ তারিখ গায়ানায় ভারত-ইংল্যান্ড মুখোমুখি।
Advertisement