shono
Advertisement
Sanjana Ganesan

চোটের জন্য অনিশ্চিত রোহিত, পাক ম্যাচে টস করবেন বুমরাহ?

বিষয়টা কী?
Published By: Krishanu MazumderPosted: 01:01 PM Jun 07, 2024Updated: 02:45 PM Jun 07, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আয়ারল্যান্ডের বিরুদ্ধে ব্যাট করার সময়ে কাঁধে বল আছড়ে পড়েছিল রোহিত শর্মার (Rohit Sharma)। মাঠে আরও কিছুক্ষণ থাকার চেষ্টা করেছিলেন রোহিত শর্মা। শেষমেশ অবসৃত হন ভারত অধিনায়ক।
সেই চোট কি রবিবারের গুরুত্বপূর্ণ ভারত-পাক ম্যাচ থেকে ছিটকে দিল রোহিত শর্মাকে?
ভারত অধিনায়ক অগত্যা নামতে না পারলে ক্যাপ্টেনের আর্ম ব্যান্ড কি পরবেন জশপ্রীত বুমরাহ? 

Advertisement

[আরও পড়ুন: ‘গোটা দলটাই অবসর নিক’, ভারতীয় আমেরিকানদের কাছে হারতেই কটাক্ষের মুখে পাকিস্তান


এতটা পর্যন্ত পড়ে বিস্মিত হতে পারেন দেশের ক্রিকেটপ্রেমীরা। পাকিস্তানের বিরুদ্ধে হাই ভোল্টেজ ম্যাচে রোহিত না খেললে তো রক্তাল্পতা ভারতীয় দলে। কিন্তু বুমরার স্ত্রী সঞ্জনা গণেশনের সোশাল মিডিয়া পোস্ট দেখার পরে অনেকেই বিভ্রান্ত। সঞ্জনার পোস্ট দেখার পরে অনেকেরই হয়তো মনে হচ্ছে বুমরাহই শেষ পর্যন্ত হয়তো টস করতে নেমে পড়বেন!
কিন্তু ভারতীয় দলের ভাইস ক্যাপ্টেন তো হার্দিক পাণ্ডিয়া। রোহিত যদি কোনও কারণে খেলতে নাও পারেন, তাহলে নেতৃত্ব দেওয়ার কথা পাণ্ডিয়ারই। তাহলে সঞ্জনা গণেশন (Sanjana Ganesan) পোস্ট করে লিখলেন কেন, ''কান্ট ওয়েট ফর জশপ্রীত টু ডু দ্য টস।''


অনেকেই অবশ্য সঞ্জনার পোস্ট দেখার পরে মনে করছেন, হয়তো কোনও প্রমোশনাল বিজ্ঞাপনের জন্যই এহেন পোস্ট করেছেন সঞ্জনা। তাঁর এহেন পোস্টের পরে রোহিত শর্মার ভক্তরাও বিচলিত হয়ে পড়েছেন। যদিও হিটম্যান কিন্তু জানিয়েছেন, তাঁর চোট নিয়ে চিন্তা করার কিছু নেই। ঠিকঠাকই আছেন তিনি। ভারত-পাক ম্যাচের আগে অবশ্য সময় পেয়ে যাচ্ছেন রোহিত। রবিবার সব জল্পনার উত্তর পাওয়া যাবে। আপাতত ভারতীয় দলের ফোকাস কিন্তু পাকিস্তান ম্যাচে।

[আরও পড়ুন: ভারতের জার্সিতে খেলেছেন বিশ্বকাপ, পাকিস্তানকে হারিয়ে সুপারস্টার মার্কিন সৌরভ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আয়ারল্যান্ডের বিরুদ্ধে ব্যাট করার সময়ে কাঁধে বল আছড়ে পড়েছিল রোহিত শর্মার (Rohit Sharma)।
  • মাঠে আরও কিছুক্ষণ থাকার চেষ্টা করেছিলেন রোহিত শর্মা। শেষমেশ অবসৃত হন ভারত অধিনায়ক।
  • সেই চোট কি রবিবারের গুরুত্বপূর্ণ ভারত-পাক ম্যাচ থেকে ছিটকে দিল রোহিত শর্মাকে?
Advertisement