shono
Advertisement

বিশ্বকাপ ফাইনালে ইতিহাসের দোরগোড়ায় হরমনপ্রীত, রোহিতের রেকর্ড ভাঙার সামনে শেফালি

রেকর্ডের হাতছানি পুনম যাদবের সামনেও। The post বিশ্বকাপ ফাইনালে ইতিহাসের দোরগোড়ায় হরমনপ্রীত, রোহিতের রেকর্ড ভাঙার সামনে শেফালি appeared first on Sangbad Pratidin.
Posted: 12:42 PM Mar 07, 2020Updated: 12:42 PM Mar 07, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রবিবার আন্তর্জাতিক নারীদিবসে নারীশক্তির জয়গান গাইবে গোটা বিশ্ব। আর এই বিশেষ দিনেই ৩১-এ পা দেবেন হরমনপ্রীত কৌর (Harmanpreet Kaur)। তাই রবিবার দিনটিকে চিরস্মরণীয় করে তুলতে বদ্ধপরিকর ভারতীয় অধিনায়ক। এমসিজিতে ইতিহাসের হাতছানি হরমনপ্রীতের সামনে। মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে স্বাভাবিকভাবেই তাই উত্তেজনার পারদ চড়ছে।

Advertisement

প্রথম ভারতীয় মহিলা হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে দলকে নেতৃত্ব দেবেন হরমনপ্রীত। তাও আবার চারবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। অজিবাহিনীকে হারাতে পারলেই প্রথমবার বিশ্বজয়ের স্বাদ পাবে প্রমিলাবাহিনী। রবিবাসরীয় এমসিজিতে এই মাহেন্দ্রক্ষণের সাক্ষী থাকতে হাজির হবেন হরমনপ্রীতের মা-বাবা। সিডনিতে ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনাল দেখতেও স্টেডিয়ামে পৌঁছেছিলেন তাঁরা। কিন্তু বৃষ্টিতে সে ম্যাচ ভেস্তে যায়। ফলে মাঠে বসে মেয়ের পারফরম্যান্স দেখার ইচ্ছেপূরণ হয়নি। প্রথমবার তাই গ্যালারিতে বসে ভারতের খেলা দেখতে মুখিয়ে হরমনপ্রীতের মা-বাবা।

[আরও পড়ুন: রনজি ফাইনালের আগে সুখবর, ফের বাবা হলেন ঋদ্ধিমান সাহা]

চলতি বিশ্বকাপে অপরাজিত দল হিসেবে নক-আউটে পৌঁছেছিল ভারত। তবে চেনা ফর্মে পাওয়া যায়নি হরমনপ্রীতকে। ফাইনালই তাঁর কাছে ঘুরে দাঁড়ানোর মঞ্চ। মাঠে নামার আগে দারুণ উত্তেজিত পাঞ্জাবকন্যা। বলছেন, “প্রথমবার ৯০ হাজার দর্শকের সামনে ফাইনাল খেলব। অসাধারণ অনুভূতি। গ্যালারিতে ঠাসা দর্শকদের সামনে আগেও খেলেছি। নানা ধরনের শব্দ ভেসে আসে। তাই অনেক সময় মনোযোগভঙ্গ হয়। কিন্তু খারাপ দিকটা না ভেবে খেলাটাকে উপভোগ করতে চাই আমরা।” ইতিমধ্যেই ৬০ হাজার টিকিট বিক্রি হয়ে গিয়েছে। তাই বোঝাই যাচ্ছে, ফাইনাল দেখতে কতখানি উৎসুক ক্রিকেটপ্রেমীরা।

তবে ফাইনালের আগে একটা বিষয় ভাবাচ্ছে ভারতীয় প্রমিলাবাহিনীকে। তা হল সেমিফাইনালে না খেলা। ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচটা হলে প্রস্তুতিটা নিঃসন্দেহে আরও শক্তপক্ত হত। ভুলত্রুটিগুলো শুধরে নেওয়া যেত। কিন্তু বাধা হয়ে দাঁড়ায় বৃষ্টি। হিসেব মতো তাই আটদিন পর খেলবেন হরমনপ্রীতরা। তবে শেফালি বর্মা, পুনম যাদব দুরন্ত ফর্মে রয়েছেন। রোহিত শর্মাকে টপকে যাওয়ার হাতছানি শেফালির সামনে। চলতি টুর্নামেন্টে তার ঝুলিতে ১৬১ রান। ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে রোহিতের সংগ্রহ ছিল ২০০ রান। ৪২ রান করতে পারলেই ভারতীয় হিটম্যানকে পিছনে ফেলে দেবে শেফালি। এই টুর্নামেন্টে সর্বোচ্চ রানপ্রাপকও হয়ে যেতে পারে ১৬ বছরের ব্যাটার। এদিকে রেকর্ড গড়ার সামনে পুনমও। ফাইনালে চারটি উইকেট তুলে নিলেই ২০০৮ টি-টোয়েন্টি বিশ্বকাপে ১২ উইকেটের মালিক আরপি সিংকে ছাপিয়ে যাবেন পুনম।

[আরও পড়ুন: ২০টি ছক্কা হাঁকিয়ে অপরাজিত ১৫৮ রান, টি-টোয়েন্টিতে ঝড় তুললেন হার্দিক]

The post বিশ্বকাপ ফাইনালে ইতিহাসের দোরগোড়ায় হরমনপ্রীত, রোহিতের রেকর্ড ভাঙার সামনে শেফালি appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement