সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিউজিল্যান্ড এ বারের টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) অন্যতম সেরা পারফর্মার। শুরুটা অবশ্য ভাল হয়নি। পাকিস্তানের বিরুদ্ধে হারের স্বাদ পেয়ে বিশ্বকাপ অভিযান শুরু করে কেন উইলিয়ামসনের (Kane Willianson) দল। তবে দ্রুত সেই ব্যর্থতার রেশ মুছে ঘুরে দাঁড়ায় ব্ল্যাক ক্যাপসরা। আফগানিস্তান- শুরুটা দারুণ করেও সাম্প্রতিক সময়ে নিষ্প্রভ। নামিবিয়া-স্কটল্যান্ডের মতো দু্র্বল দলের বিরুদ্ধে নিখুঁত পারফরম্যান্স উপহার দেয়। তবে ভারত ও পাকিস্তানকে হারাতে না পারায় চাপে রশিদরা।
আজ আবু ধাবির মহারণে ফর্মে থাকা নিউজিল্যান্ড মুখোমুখি হবে ধারাবাহিকতার অভাবে ভুগতে থাকা আফগানিস্তানের। যে ম্যাচের উপর নজর থাকবে প্রতিটা ভারতীয়র। আসলে এই ম্যাচের উপরেই ভারতের বিশ্বকাপ-ভাগ্য নির্ভর করছে। হিসেবটা সহজ-নিউজিল্যান্ড যদি আজ জেতে তা হলে ভারত ছিটকে যাবে। সোমবারের ভারত-নামিবিয়া দ্বৈরথ সে ক্ষেত্রে নিছক নিয়মরক্ষার ম্যাচ হয়ে দাঁড়াবে। যদি আফগানিস্তান (Afghanistan) জয় ছিনিয়ে নেয় তবে ভারতের শেষ চারে যাওয়ার আশা টিকে থাকবে। ফলে এটা বলেই দেওয়া যায় ভারতীয়রা মনেপ্রাণে চাইছেন আজ অঘটন উপহার দিক আফগানিস্তান।
[আরও পড়ুন: T-20 World Cup: জলে গেল ইংল্যান্ডের বিরুদ্ধে দুরন্ত জয়, বিশ্বকাপ থেকে বিদায় দক্ষিণ আফ্রিকার]
ম্যাচের আগে আবার বিতর্কের রেশও ছড়ায়। বিতর্ক তৈরি করেন পাকিস্তানের প্রাক্তন তারকা পেসার শোয়েব আখতার (Shoaib Akhtar)। যিনি বললেন, “ব্যক্তিগত ভাবে আমি চাইছি যাতে ভারত ফাইনালে উঠুক। কারণ আমি আরও একবার ভারত আর পাকিস্তানের মহারণ দেখতে চাই। তবে এটাই ঠিক আজ যদি নিউজিল্যান্ড (New Zealand) হারে তা হলে কিন্তু প্রশ্ন উঠবেই। ভারতের ভাগ্য এখন পুরোপুরি নির্ভর করছে নিউজিল্যান্ডের উপর। আমি চাই না অযথা কোনও বিতর্ক তৈরি করতে। তবে টিম হিসাবে আফগানিস্তানের তুলনায় অনেক বেশি শক্তিশালী নিউজিল্যান্ড। ফলে আজ যদি নিউজিল্যান্ড ঠিকঠাক পারফর্ম না করতে পারে তা হলে অনেকেই সোশ্যাল মিডিয়ায় অনেক কিছু বলবে।” আখতারের এ হেন মন্তব্যের পর জনৈক ক্রিকেটপ্রেমীদের তোপের মুখে পড়েন আখতার। প্রায় সবার বক্তব্য আফগানিস্তানও জেতার ক্ষমতা রাখে।
[আরও পড়ুন: T-20 World Cup: ওয়ার্নার ঝড়ে বিপর্যস্ত ওয়েস্ট ইন্ডিজ, বিশ্বকাপের বিদায়ী ম্যাচেই অবসর ব্রাভোর]
রবিবারের আবু ধাবিতে কি শেষ হবে ভারতের সমস্ত আশা? নাকি আবু ধাবিই হতে চলেছে বিরাটদের জন্য পয়া সেই মঞ্চ যা ভারতের স্বপ্ন বাঁচিয়ে রাখবে? দেখা যাক।