সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বুধবারের ভারত-আফগানিস্তান ম্যাচ নাকি ফিক্সড ছিল! ভারতকে জেতানোর জন্য ইচ্ছা করে খারাপ বোলিং করেছে আফগানিস্তান (Afghanistan)। সহজ সহজ ক্যাচও ফেলেছেন একাধিক আফগান ফিল্ডার। বুধবার ম্যাচ শেষ হওয়ার আগেই সোশ্যাল মিডিয়ায় এই আজব দাবি করা শুরু করে পাকিস্তানি হ্যান্ডেলগুলি। সেই তালিকায় নাম লেখালেন পাকিস্তানের এক অভিনেত্রীও।
পাক সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলিতে বলা হচ্ছে, যে আফগানরা বিশ্বকাপের বাকি ম্যাচগুলিতে দুর্দান্ত পারফরম্যান্স করেছে, লড়াকু মনোভাব দেখিয়েছে, সেই আফগানরা ভারতের বিরুদ্ধে তেমন লড়াই করেনি। এমনকী, কিছু কিছু পাক সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে আবার সরাসরি বলে দেওয়া হচ্ছে, বিসিসিআই এই ম্যাচ আফগানদের কাছ থেকে কিনে নিয়েছে। ক্রিকেটের মতো ভদ্রলোকের খেলাকে নষ্ট করছে ভারতীয় বোর্ড। এই তালিকায় নাম লিখিয়েছেন পাকিস্তানি অভিনেত্রী শেহর সিনওয়ারিও (Sehar Shinwari )। তাঁর দাবি,’বিসিসিআই (BCCI) দারুন একটা ম্যাচ কিনে নিয়েছে।’ এই ম্যাচ ফিক্সিংয়ের পিছনে যুক্তি দিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রচুর মিমও শেয়ার করেছেন পাকিস্তানিরা। টুইটারে ফিক্সড নামের একটি হ্যাশট্যাগ ট্রেন্ডিংও হয়েছে।
[আরও পড়ুন: ভুল সিদ্ধান্তই প্রথম দু’ম্যাচে ডুবিয়েছে ভারতকে! রোহিতের স্বীকারোক্তিতেও কটাক্ষের আঁচ]
পাক অভিনেত্রীর এই টুইটের যোগ্য জবাব অবশ্য দিয়েছেন টিম ইন্ডিয়ার প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়াও। অভিনেত্রীর টুইটটি রিটুইট করে আকাশ চোপড়া (Akash Chopra) খোঁচা দিয়ে বলেছেন,”যাদের মস্তিষ্ক বন্ধ, তাঁরা যদি মুখটাও বন্ধ রাখত!” শুধু আকাশ চোপড়া নন, পাকিস্তানের একাধিক কিংবদন্তি ক্রিকেটারও এই ম্যাচ ফিক্সিংয়ের তত্ত্বকে গুরুত্ব দেননি। ওয়াসিম আক্রম বলছেন, “ভারত খুব ভাল দল। ওদের দুটি দিন খারাপ গিয়েছে। কিন্তু এই ধরনের অভিযোগকে গুরুত্ব দেওয়া উচিত নয়।” একই সুরে ওয়াকার ইউনুসও বলেছেন, ”ম্যাচ ফিক্সিংয়ের এই অভিযোগ ভিত্তিহীন। যারা এই অভিযোগ করছে, তাঁদের গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই।”
প্রসঙ্গত, আফগানিস্তানের বিরুদ্ধে ৬৬ রানে ম্যাচ জিতে বিশ্বকাপের (T20 World Cup) সেমিফাইনালে যাওয়ার আশা কিছুটা হলেও জিইয়ে রেখেছে ভারত। যদিও, ভারতকে সেমিফাইনালে যেতে হলে অত্যন্ত কঠিন কয়েকটি সমীকরণ ঠিক হতে হবে। তাই ভারতীয়রা তেমন একটা আশাও দেখছেন না। কিন্তু, তা বলে আফগানদের বিরুদ্ধে কোহলিদের জয়কে এভাবে খাটো করার কোনও অর্থ হয় না।