সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাতে আর দিন চারেক। তারপরই টি-২০ বিশ্বকাপে (ICC T-20 World Cup) নিজেদের অভিযান শুরু করবে ভারত। প্রথম ম্যাচেই টিম ইন্ডিয়াকে মুখোমুখি হতে হবে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের। কিন্তু এখনও টিম ম্যানেজমেন্ট ঠিক করে উঠতে পারেনি বিশ্বকাপের প্রথম ম্যাচে কীভাবে দল সাজানো হবে? কতজন ব্যাটার, কতজন পেসার বা কতজন স্পিনার খেলবেন। টিম ইন্ডিয়ার (Team India) হেড কোচ রবি শাস্ত্রী বলছেন, বিশ্বকাপে দল বাছাই হবে পরিস্থিতির উপর নির্ভর করে। বিশেষ করে আমিরশাহীতে শিশির কী ভূমিকা নেবে, তার উপরই নির্ভর করবে টিম ইন্ডিয়ার কম্বিনেশন কেমন হবে।
রবি শাস্ত্রীর (Ravi Shastri) বক্তব্য, “এবারের বিশ্বকাপে শিশির বড় ফ্যাক্টর হতে চলেছে। সেটা মাথায় রেখেই আমরা প্রথম একাদশ বেছে নেব। সেটা দেখেই ঠিক হবে আমরা অতিরিক্ত স্পিনার বা পেসার খেলাব।” টিম ইন্ডিয়ার হেড কোচ বলছেন, শিশির দেখেই ঠিক হবে ভারত টস জিতলে আগে ব্যাট করবে না বল করবে। টিম ইন্ডিয়ার হেড কোচের স্পষ্ট বক্তব্য, কোন মাঠে কী পরিমাণ শিশির পড়বে, বা শিশির কী প্রভাব ফেলবে, তার উপর নির্ভর করছে টিম ইন্ডিয়ার প্রথম একাদশ কী হবে।
[আরও পড়ুন: টি-২০ বিশ্বকাপের মূলপর্ব শুরুর আগেই বিরাটের মুকুটে জুড়ল নয়া পালক]
বিশ্বকাপের আগে দুটো প্রস্তুতি ম্যাচকে ক্রিকেটারদের ছন্দে ফেরার মঞ্চ হিসেবে দেখতে চাইছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। অধিনায়ক কোহলি এবং কোচ রবি শাস্ত্রী দু’ জনেই একই কথা বলছেন। আপাতত তাঁরা দেখে নিতে চাইছেন দলের কোন তারকা ঠিক কী অবস্থায় আছেন। ভারতের বিদায়ী কোচ শাস্ত্রী, তিনিও টিমের প্রস্তুতি নিয়ে চিন্তিত নন। এ দিন তিনিও বলে দিয়েছেন, “ক্রিকেটাররা এত দিন আইপিএল (IPL) খেলছিল। তাই আলাদা করে কোনও প্রস্তুতির প্রয়োজন আছে বলে মনে হয় না। শুধু ছন্দটা ধরে রাখা প্রয়োজন। আমি তো বলব, ছেলেরা এত দিন ধরে যা করছে, সেটা করে গেলেই চলবে।”
[আরও পড়ুন: টি-২০ বিশ্বকাপের আগেই বিতর্কে বিরাট কোহলি, নেটদুনিয়ায় ট্রেন্ডিং #SunoKohli]
শাস্ত্রীরা টিম কম্বিনেশন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে না পারলেও পাকিস্তানের বিরুদ্ধে ভারতের প্রথম তিন ব্যাটসম্যান কে কে হতে চলেছেন, সেটা স্পষ্ট করে দিয়েছেন অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli)। তিনি জানিয়ে দিয়েছেন,”রোহিত (Rohit Sharma) ওপেন করছেই। ও বিশ্বমানের প্লেয়ার। কিন্তু আইপিএলে রাহুল যা ব্যাট করেছে, তার পর ওকে দিয়ে ওপেন করানো ছাড়া উপায় নেই। আইপিএলের আগে একরকম ভাবনা ছিল। কিন্তু আইপিএলের পর অনেক কিছুই বদলে গিয়েছে। আমি নিজে যাব তিন নম্বরে ব্যাট করতে। আপাতত এটুকু খবরই দিতে পারি। বাকিটা এখনই বলছি না। কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে কী স্ট্র্যাটেজি হবে, কী করব না করব, আমাদের সব ভাবা হয়ে গিয়েছে।”