shono
Advertisement

Breaking News

Taapsee Pannu

প্যারিসের রাস্তায় শাড়িতেই নজরকাড়া ফ্যাশনিস্তা তাপসী, রইল স্টাইলিং টিপস

শাড়ি পরেও কীভাবে আধুনিকা সাজে ধরা দেওয়া যায়? শেখালেন অভিনেত্রী।
Published By: Sandipta BhanjaPosted: 08:49 PM Aug 03, 2024Updated: 08:49 PM Aug 03, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সিনেমা নির্বাচনের মতো ফ্যাশন সচেতন হিসেবেও বরাবরই ভিন্ন পথে হাঁটেন তাপসী পান্নু। এবার প্যারিস অলিম্পিকে যোগ দিতে গিয়েও নজর কাড়লেন অভিনেত্রী। শাড়ি পরার স্টাইলিংয়েই আসলে বাজিমাত করলেন তাপসী। কখনও মারাঠি কায়দায় আবার কখনও ডেনিম শার্টের সঙ্গে যেভাবে শাড়ি পরলেন, তা সত্যিই প্রশংসার দাবিদার।

Advertisement

প্যারিসের রাজপথে একেবারে ভারতীয় ললনা বেশে ধরা দিয়েছেন তাপসী। কলেজের কোনও অনুষ্ঠান হোক বা অফিস পার্টি, কীভাবে সাধারণ শাড়ির ভিন্ন স্টাইলিংয়েই ভিড়ের মধ্যে নজর কাড়া যায়, অনায়াসে সেই মন্ত্র নিতে পারেন তাপসী পান্নুর কাছ থেকে। শাড়ি পরেও কীভাবে আধুনিকা সাজে ধরা দেওয়া যায়? শেখালেন অভিনেত্রী।

সবুজ সুতির শাড়ির সঙ্গে একটি স্লিভলেস সাদা রঙের ওয়েস্ট টপ পরেছেন অভিনেত্রী। যেখানে শাড়ির আঁচল গলার পিছন থেকে জড়িয়ে তার উপরে ওয়েস্ট টপ পরেছেন। তবে তাপসীর এই স্টাইলিংয়ে সবথেকে বেশি নজর কাড়ল তাঁর জুতো। ফুলেল এমব্রয়ডরি করা সাদা স্নিকার্স জোড়ার সঙ্গে দিব্যি শাড়ি ক্যারি করলেন।

[আরও পড়ুন: দীপিকা পাড়ুকোনের রূপ রহস্য জানেন? এভাবে ত্বকের যত্ন নিলেই কেল্লাফতে]

আরেকটি লুকে দেখা গেল লাল শাড়ি। তবে সেটা আবার মারাঠি কায়দায় ধুতির মতো করে পরা। তার সঙ্গে নুডল স্ট্র্যাপের ক্রপ টপ পেয়ার আপ করেছিলেন ব্লাউজ হিসেবে। হাতে সিম্পল চুড়ি। পায়ে স্যান্ডেল আর কাঁধে স্লিং ব্যাগ। এহেন লুকে ফ্যাশন দুনিয়ায় শোরগোল ফেলে দিলেন তাপসী পান্নু।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • শাড়ি পরার স্টাইলিংয়েই আসলে বাজিমাত করলেন তাপসী।
  • কখনও মারাঠি কায়দায় আবার কখনও ডেনিম শার্টের সঙ্গে যেভাবে শাড়ি পরলেন, তা সত্যিই প্রশংসার দাবিদার।
  • শাড়ি পরেও কীভাবে আধুনিকা সাজে ধরা দেওয়া যায়? শেখালেন অভিনেত্রী।
Advertisement