সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উৎসবের অন্তিম লগ্নে মহাকুম্ভে যোগ তামান্না ভাটিয়ার (Tamannaah Bhatia)। পরবর্তী সিনেমার টিজার প্রকাশ্যে আনার জন্যই অবশ্য প্রয়াগরাজে পৌঁছে গিয়েছিলেন তিনি। তবে মহাকুম্ভে গিয়ে পুণ্যাস্নান না করে ফিরলেন না। রবিবার সাতসকালে ত্রিবেণী সঙ্গমে আস্থার ডুব দিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নিজের আধ্যাত্মিক অভিজ্ঞতা ভাগ করে নিলেন অভিনেত্রী।
তামান্না ভাটিয়ার মন্তব্য, "জীবনে একবারই এরকম সুযোগ আসে। কত মানুষ যোগ দিচ্ছেন এখানে। আমার মনে হয়, আমরা সকলে জীবনে একটু সুখী হতে চাই। শান্তি পেতে চাই। জীবনের সমস্ত ভোগান্তির থেকে মুক্তি পেতে চাই। সকলেই নিজের মনের কথা নিয়ে মহাকুম্ভে (Mahakumbh Mela) যোগ দিয়েছেন। আর সকলের সঙ্গে পুণ্যস্নান করে আমারও ভালো লাগল। ভক্তি এবং বিশ্বাসের কারণেই আমরা আজ এত বড় কাজ করতে পারছি। আমার মনে হয়, সেই বিশ্বাসের জোরেই আমরা সকলে এখানে একত্রিত হতে পেরেছি।"
প্রসঙ্গত, শনিবারই প্রয়াগরাজে তামান্না ভাটিয়া তাঁর পরবর্তী ছবির লুক প্রকাশ্যে এনেছেন। কপালজুড়ে কাটা তিলক। কাঁধে ঝোলা। হাতে ডমরু। সন্ন্যাসিনী বেশে তামান্নার ছবি দেখলে অনেকেই ভাববেন, সাধারণ জীবনযাপন, প্রেম সবকিছু বিসর্জন দিয়ে কি অভিনেত্রী এবার সন্ন্যাসের পথে তিনি? রিয়েল লাইফ নয়, আসলে রিল লাইফের জন্যই এমন বেশভূষা তামান্না ভাটিয়ার। শিবভক্তর চরিত্রে অভিনয় করার জন্যই এমন অবতার ধারণ করেছেন অভিনেত্রী। কোন ছবি? সিনেমার নাম 'ওডেলা ২'। দক্ষিণী এই ছবিতে একজন শিবভক্ত আরাধ্যার ভূমিকায় ধরা দিতে চলেছেন তিনি। শিবশক্তির আঁধারে যে তৈরি হয়েছে। আর সেই প্রেক্ষিতেই শিবরাত্রির প্রাক্কালে শনিবার মহাকুম্ভে গিয়ে সিনেমার টিজার প্রকাশ্যে নিয়ে এলেন তামান্না ভাটিয়া।
জানা গিয়েছে, ‘ওডেলা ২’ ছবিতে (Odela 2 Teaser) এক নাগা সন্ন্যাসিনীর অবতারে দেখা যাবে তামান্না ভাটিয়াকে। অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই করতে দেখা যাবে অভিনেত্রীকে। টিজারে ইঙ্গিত, এই ধরাধামে যখনই কোনও অশুভ অন্ধকার শক্তি আসে, ঠিক সেইসময়ই রক্ষা করার জন্য যুগ যুগ ধরে আবির্ভাব ঘটে এক শুভ শক্তির। ‘ওডেলা ২’তে সন্ন্যাসিনী বেশে এমনই এক রক্ষাকর্তার ভূমিকায় দেখা যাবে তামান্না ভাটিয়া। পয়লা ঝলক দেখে শিরদাঁড়া হিয়ে হিমস্রোত বইছে দর্শক অনুরাগীদের। সুপারন্যাচারাল থ্রিলার ঘরানার টিজার ইতিমধ্যেই উন্মাদনার পারদ চড়িয়েছে। মহাকুম্ভে ‘ওডেলা ২’ ছবির টিজার উন্মোচন করার জন্য তামান্না বেছে নিয়েছিলেন গেরুয়া পোশাক। পরিচালক, কলাকুশলীদের সঙ্গে একদিন আগেই প্রয়াগরাজে পৌঁছে গিয়েছেন অভিনেত্রী। শনিবার সেখান থেকেই মহাদেবের আশীর্বাদ নিয়ে ‘ওডেলা ২’ ছবির টিজার প্রকাশ্যে আনলেন। যা দেখে দর্শক-অনুরাগীরা তাঁর প্রশংসায় পঞ্চমুখ।