shono
Advertisement

ধর্মীয় উসকানিমূলক মন্তব্যের অভিযোগ, এবার শুভেন্দু অধিকারীকে নোটিস তমলুক থানার

৪৮ ঘণ্টার মধ্যে জেরার স্থান ও সময় জানানোর নির্দেশ।
Posted: 12:10 PM Oct 14, 2022Updated: 03:57 PM Oct 14, 2022

সৈকত মাইতি, তমলুক: জনসভায় ধর্মীয় উসকানিমূলক মন্তব্যের অভিযোগ। এবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) নোটিস পাঠাল তমলুক থানার পুলিশ। জিজ্ঞাসাবাদের সময় ও স্থান জানানোর নির্দেশ দেওয়া হয়েছে শুভেন্দু অধিকারীকে।

Advertisement

ঘটনার সূত্রপাত ২০২১ সালের ১৯ জুলাই। ওইদিন তমলুকে একটি সভা করেছিলেন শুভেন্দু অধিকারী। সেখানে করা মন্তব্যের পরিপ্রেক্ষিতে তমলুক থানায় দায়ের হয় একটি মামলা। তার পালটা আদালতের দ্বারস্থ হয়েছিলেন বিরোধী দলনেতা। সেই মামলায় আগেও রাজ্যের বিরোধী দলনেতাকে তলব করেছিল থানা। পুলিশ সূত্রে খবর, সেই সময় নাকি শুভেন্দু অধিকারীর আইনজীবী জেরার স্থান ও সময় জানাবেন বলে আশ্বাস দিয়েছিলেন। কিন্তু জানাননি। এবার সেই মামলায় ফের শুভেন্দু অধিকারীকে তলব করল তমলুক থানার পুলিশ।

[আরও পড়ুন: প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলা: পর্ষদের বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে ফের মামলা হাই কোর্টে]

থানার তরফে বলা হয়েছে, নোটিস পাওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে শুভেন্দু অধিকারীকে জানাতে হবে। তাঁর দেওয়া সময়েই জেরা করবে পুলিশ। যদিও এই নোটিসকে গুরুত্ব দিতে নারাজ শুভেন্দু অধিকারী। অন্য একটি মামলায় সৌমেন্দু অধিকারীকেও নোটিস পাঠানো হয়েছে বলে খবর।

প্রসঙ্গত, শ্মশান দুর্নীতি মামলায় গত সপ্তাহে কাঁথি থানায় ৭ ঘণ্টা জেরা করা হয়েছিল শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দুকে। সেখান থেকে বেরিয়ে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তিনি। বলেন, “এখানে বাইরের খাবার আনার অনুমতি নেই। বই পড়তেও দেওয়া হয় না। কোথায় বাস করছি আমরা।” আজ ফের তাঁকে জেরা করার কথা।

[আরও পড়ুন: ফিরল তিন বছর আগের দুঃসহ স্মৃতি, মাঝরাতে ফের বউবাজারে একাধিক বাড়িতে ফাটল]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার