সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্বামী আদিল খানের সঙ্গে আপাতত ঝামেলায় বিরতি। এই মুহূর্তে রাখির লড়াই অভিনেত্রী তনুশ্রী দত্তর। আর এই লড়াই শুধু মৌখিক নয়, বরং বাকযুদ্ধ পৌঁছয় আইনের দোরগড়ায়।
ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। সম্প্রতি রাখির বিরুদ্ধে ওশিওয়ারা থানায় এফআইআর করেছেন তনুশ্রী। তনুশ্রীর অভিযোগ, রাখি তাঁকে মানসিক হেনস্তা করেছেন। সংবাদমাধ্যমে রাখি জানিয়েছেন, ” রাখি সাওয়ান্তের নামে অভিযোগ করেছি। ২০১৮ সালে মি টু মুভমেন্টের সময় রাখি আমায় মানসিক হেনস্থা করেছিল। সেটার জন্য আমি এই অভিযোগ করলাম।”
তনুশ্রীর কথায়, রাখি আমাকে নিয়ে যা যা বলেছে তা আমার কাছে রেকর্ড রয়েছে। আমি রাখিকে ছাড়ব না। এর শেষ দেখে ছাড়ব।
[আরও পড়ুন: হামাস জঙ্গির গুলিতে খুন বোন-জামাই! ‘আমিও হুমকি পাচ্ছি’, গা ঢাকা দিয়ে বার্তা মধুরার]
অভিনেতা নানা পটেকরের বিরুদ্ধে মি টু অভিযোগ এনেছিলেন তনুশ্রী। তখনই তনুশ্রীকে নোংরা আক্রমণ করেছিলেন রাখি। যা কিনা তাঁর জীবনে ঝড় তুলেছিল। তনুশ্রী অভিযোগপত্রে সে কথাই উল্লেখ করেছেন।
প্রসঙ্গত, রাখি সাওয়ান্তকে নিয়ে এবার বিস্ফোরক মন্তব্য করলেন বলিউড অভিনেত্রী তনুশ্রী দত্ত। আদিল খানের সঙ্গে রাখির অশান্তিকে কেন্দ্র করেই রাখির বিরুদ্ধে ভয়ানক অভিযোগ তুললেন রাখি। এক সংবাদ মাধ্যমে তনুশ্রী জানালেন, ”সব সময়ই মিথ্যা কথা বলেন রাখি। ওর কোনও কথাই বিশ্বাসযোগ্য নয়। একেবারেই সাইকোপ্যাথ। রাখির সঙ্গে সম্পর্কে গিয়ে এর আগে দুই যুবক আত্মহত্য়াও করেছে। সেই মামলা আদালতে উঠতে দেয়নি রাখি। রাখি আসলে একটা ডাইনি।”
[আরও পড়ুন: ‘একজন শীঘ্রই মার খাবে’, কোন নায়ককে সতর্ক করলেন পরীমণি?]