সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রোজভ্যালি কাণ্ডে কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে আগেই সুর চড়িয়েছিল তৃণমূল৷ সিবিআইয়ের হাতে ধৃত তৃণমূল সাংসদ তাপস পালের পাশে দাঁড়াতে গিয়ে খোদ মমতা বন্দ্যোপাধ্যায় টেনে এনেছিলেন সে প্রসঙ্গ৷ আক্রমণ শানিয়েছিলেন ডেরেক ও’ব্রায়ানও৷ এবার তাপসের মুখেও শোনা গেল বাবুলের নাম৷ রোজভ্যালি কাণ্ডে বাবুলও জড়িয়ে আছেন বলে সাফ জানালেন তৃণমূলের অভিনেতা-সাংসদ৷
গত শুক্রবার রোজভ্যালি কাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাপস পালকে গ্রেপ্তার করে সিবিআই৷ চিটফাণ্ড কাণ্ডের তদন্তে আগেই সমন পাঠানো হয়েছিল তাঁকে৷ সেইমতো গোয়েন্দাদের জেরার মুখোমুখি হন তিনি৷ কিছু প্রশ্নের সদুত্তর না মেলায় তথ্য গোপনের অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়৷ শনিবার তাপসকে তিনদিনের হেফাজতে নেয় সিবিআই৷ তখনই কেঁদে ফেলেছিলেন বাংলার এই নামী অভিনেতা৷ রবিবার সাফ জানালেন, তিনি নির্দোষ৷ তাঁকে ফাঁসানো হয়েছে৷ রোজভ্যালি কাণ্ডে সিবিআইকে আরও অনেকের নাম তিনি বলছেন বলেই জানা যাচ্ছিল৷ আজ প্রকাশ্যেই তিনি বলেন বাবুলের নাম৷ বাবুল রোজভ্যালির ব্যানারে ছবি করেছিলেন এবং তিনি ক্রোম হোটেলে থাকতেন বলেই এদিন এই ইস্যুতে বাবুলকে টার্গেট করেন তাপস৷ ক্রমে ক্রমে যে আরও নাম সামনে আসবে সে হুঁশিয়ারিও দিয়ে রাখেন তিনি৷ এদিন গৌতম কুণ্ডুর নাম শুনেই ক্ষিপ্ত হয়ে ওঠেন তাপস৷ জানান, এ নামে কাউকে তিনি চেনেন না৷ তবে সিবিআইয়ের ধন্দ এখনও মেটেনি৷ তাপস ও তাঁর স্ত্রীর অ্যাকাউন্টের লেনদেনের বৈধতার বিষয়টি এখনও স্পষ্ট নয় গোয়েন্দাদের কাছে৷
প্রসঙ্গত, বাবুলের একটি ভিডিও পোস্ট করেছিলেন তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়ানও৷ সে ভিডিওতে রোজভ্যালির প্রশংসা শোনা গিয়েছিল কেন্দ্রীয় মন্ত্রীর মুখে৷ এমনকী রোজভ্যালির বাগানে তিনি একটি ফুল হতে চান বলেও জানিয়েছিলেন৷ বিজেপি ও রোজভ্যালির আঁতাতকে এভাবেই সামনে আনতে চেয়েছিল তৃণমূল নেতৃত্ব৷ দল তাঁর পাশে আছে জানিয়ে এদিন দলীয় লাইনেই বাবুলের বিরুদ্ধে আক্রমণ শানালেন তাপস পাল৷
রোজভ্যালি কাণ্ডে গ্রেপ্তার তাপস পাল
‘রোজভ্যালির বাগানে ফুল’ হতে চেয়েছিলেন বাবুল!
The post রোজভ্যালি কাণ্ডে বাবুলকে আক্রমণ তাপসের appeared first on Sangbad Pratidin.