সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আরজি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় উত্তাল গোটা দেশ। টালমাটাল এই পরিস্থিতির মাঝেই এবার এক মহিলাকে হোটেলে ডেকে যৌন নির্যাতনের অভিযোগ। যার বিরুদ্ধে এই গুরুতর অভিযোগ, তিনি অন্ধ্রপ্রদেশের শাসকদল তেলেগু দেশম পার্টির বিধায়ক কোনেটি আদিমুলম। গোটা ঘটনা প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য শুরু হয়েছে অন্ধ্রের রাজনীতিতে।
বিধায়কের বিরুদ্ধে অভিযোগ, সম্প্রতি এক মহিলাকে হোটেলে ডাকেন আদিমুলম। সেখানে তাঁর যৌন নিগ্রহ করেন। নিগ্রহের শিকার হওয়া ওই মহিলা গোপন ক্যামেরায় গোটা ঘটনার ভিডিও করেন। এবং তা ফাঁস করে দেন। শুধু তাই নয়, সংবাদমাধ্যমের কাছে মহিলা অভিযোগ করেন, দীর্ঘ দিন ধরে তাঁকে হেনস্থা করছিলেন ওই বিধায়ক। প্রতিদিন রাতে ফোনে তাঁকে ঘৃণ্য মেসেজ পাঠাতেন। বৃহস্পতিবার এই ঘটনা প্রকাশ্যে আসতেই বিপাকে পড়ে টিডিপি। দলের রাজ্যে সভাপতি পি শ্রীনিবাস রাও অভিযুক্ত বিধায়ককে দল থেকে সাসপেন্ড করেন।
[আরও পড়ুন: জোটেনি অ্যাম্বুল্যান্স, মৃত সন্তানদের কাঁধে নিয়ে ১৫ কিলোমিটার পথ হাঁটলেন দম্পতি]
নির্যাতিতার দাবি, দলের কাজের সূত্রে তাঁর মোবাইল নম্বর জোগাড় করেছিলেন অভিযুক্ত বিধায়ক। এর পর থেকে শুরু হয় হেনস্থা। নানা অছিলায় তাঁকে হোটেলে ডেকে একাধিকবার ধর্ষণ করা হয়। ঘটনার কথা ফাঁস করলে ওই মহিলার পরিবারের সদস্যদের খুন করা হবে বলেও আদিমুলম হুমকি দিয়েছিলেন বলে অভিযোগ। শুধু তাই নয়, এর আগে বিষয়টি নিয়ে খোদ মুখ্যমন্ত্রীর পুত্রের কাছে অভিযোগ জানিয়েছিলেন নির্যাতিতা। তিনি বলেন, "আমি মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডুর পুত্র নারা লোকেশকে চিঠি লিখে পুরো ঘটনার কথা জানিয়েছিলাম। কিন্তু তার পরেও কোনও ব্যবস্থা নেওয়ার অভিযোগ প্রকাশ্যে আনতে বাধ্য হলাম।"
উল্লেখ্য, তিরুপতি জেলার সত্যভেদু বিধানসভা আসন থেকে দু’বারের জয়ী বিধায়ক এই আদিমুলম। রায়লসীমা এলাকার অত্যন্ত প্রভাবশালী নেতা হিসেবেও পরিচিত তিনি। ২০১৯-এ জগন্মোহন রেড্ডির দল ওয়াইএসআর কংগ্রেসের টিকিটে জিতলেও চলতি বছর নির্বাচনের ঠিক আগে দল বদলে টিডিপিতে আসেন। ভোটে লড়ে ফের বিধায়ক নির্বাচিত হন। এর ঘটনা নিয়ে শোরগোল শুরু হতেই বিধায়কের দাবি, তাঁকে দলের মধ্যে বিপাকে ফেলতে পরিকল্পিত ভাবে ষড়যন্ত্র করা হয়েছে।