shono
Advertisement

Breaking News

‘বাঘিনী’র মুক্তি নিয়ে জটিলতা, নির্বাচন কমিশনে নির্মাতারা

ট্রেলার মুক্তির পর থেকেই ‘বাঘিনী’র বিরুদ্ধে সুর চড়িয়েছেন বিরোধীরা৷ The post ‘বাঘিনী’র মুক্তি নিয়ে জটিলতা, নির্বাচন কমিশনে নির্মাতারা appeared first on Sangbad Pratidin.
Posted: 04:29 PM May 01, 2019Updated: 04:29 PM May 01, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগামী ৩ মে মুক্তি পাওয়ার কথা ছিল ‘বাঘিনী’র। কিন্তু ছবিটির ট্রেলার মুক্তি পাওয়ার পর থেকেই একের পর এক বাধার সম্মুখীন হতে হয়েছে ছবিটিকে। কমিশনের তরফে ট্রেলার প্রদর্শনে নিষেধাজ্ঞা জারি করা হয়। ছবির মুক্তির দিন পিছিয়ে দেওয়ার বিষয়ে কমিশনকে একটি চিঠি পাঠায়। তার কোনও উত্তর না  মেলায় বুধবার নির্বাচন কমিশনের দ্বারস্থ ‘বাঘিনী’র নির্মাতারা। 

Advertisement

[আরও পড়ুন: এবার মালায়ালি ভাষায় হবে ‘কন্ঠ’র রিমেক, মুক্তির আগেই স্বত্ব কিনলেন পরিচালক]

বাঘিনীর ট্রেলার মুক্তির পরই শুরু হয় জল্পনা। প্রথম থেকেই আঁচ পাওয়া গিয়েছিল তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছোটবেলা থেকে মুখ্যমন্ত্রী হওয়া পর্যন্ত জীবনের নানা কাহিনি তুলে ধরা হয়েছে ছবিতে। এমনকী সিঙ্গুর-নন্দীগ্রামের মতো সাড়া জাগানো ঘটনাও রয়েছে সেই ছবিতে। মমতার রাইটার্স বিল্ডিংয়ে আক্রান্ত হওয়ার সেই বিখ্যাত ঘটনাও রয়েছে। কিন্তু নির্মাতাদের তরফে দাবি করা হয় ছবিটি একেবারেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বায়োপিক নয়। বরং তাঁর জীবন থেকে অনুপ্রাণিত। কিন্তু একথা মানতে রাজি হয়নি বিরোধীরা। সিপিএম ও বিজেপির পক্ষ থেকে জানানো হয় ‘বাঘিনী’ ছবিটি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জীবন অবলম্বনে তৈরি করা হয়েছে। ফলে ভোটের মরশুমে এই ছবি বা ট্রেলার ভোটারদের প্রভাবিত করতে পারে। ট্রেলার মুক্তির পরই অভিযোগ ওঠে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের। অতি অল্প সময়ের ব্যবধানে কমিশনের তরফে ‘বাঘিনী’র ট্রেলারে নিষেধাজ্ঞা জারি করা হয়। এমকী যে সব সাইটে ছবিটির ট্রেলার প্রকাশিত হয় সেগুলি থেকে বিশেষ নোটিস পাঠানো সিদ্ধান্ত নেওয়া হয় কমিশনের তরফে। ঘটনার ফলে ছবির মুক্তি নিয়ে তৈরি হয় ধোঁয়াশা।

[আরও পড়ুন: কিংবদন্তি মান্না দের শতর্বষের জন্মদিনে নস্ট্যালজিক ইন্দ্রাণী-রূপঙ্কর, জানালেন কী শিখেছিলেন]

ট্রেলারে নিষেধাজ্ঞা জারির পর কমিশনের নির্দেশিকা মেনেই লোকসভা নির্বাচনের পরে ছবিটি মুক্তির সিদ্ধান্ত নেয় নির্মাতারা। এই মর্মে নির্বাচন কমিশনে চিঠিও পাঠানো হয়। সেইসঙ্গে কমিশনের সঙ্গে আলোচনার জন্য সময় চেয়ে আবেদন জানান তাঁরা। অভিযোগ, কমিশন সেই চিঠির কোনও উত্তর দেয়নি। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আগামী পরশু মুক্তি পাওয়ার কথা ‘বাঘিনী’র। কিন্তু, এখনও ছবি মুক্তির দিন নিয়ে কোনও নির্দিষ্ট তথ্য নেই নির্মাতাদের কাছে। সেই কারণে নির্বাচন কমিশনের দ্বারস্থ ‘বাঘিনী’র নির্মাতারা। এদিন কমিশন ও টিম ‘বাঘিনী’ বৈঠকের পরই স্পষ্ট হবে ছবি মুক্তির ভবিষ্যৎ, জানালেন প্রযোজক পিংকি পাল।    

The post ‘বাঘিনী’র মুক্তি নিয়ে জটিলতা, নির্বাচন কমিশনে নির্মাতারা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement