সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপ আর ছ’মাস দূরে। সেই প্রেক্ষিত থেকে দেখলে আজ রবিবার থেকে শুরু হতে চলা ভারত-দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি সিরিজের গুরুত্ব অপরিসীম। সূর্যকুমার যাদবের নেতৃত্বে যে সিরিজ খেলতে নামবে ভারত।
সূর্য জানেন যে, দক্ষিণ আফ্রিকার মাটিতে তাঁদের মহড়া নেওয়া দুনিয়ার অন্যতম কঠিন কাজ। কিন্তু তাই বলে লড়াই ছেড়ে দিতে চান না তিনি। প্রাক ম্যাচ সাংবাদিক সম্মেলনে এসে শনিবার সূর্য বলে দেন, ‘‘ভারতের বাইরে গেলে কমফোর্ট জোন ছেড়ে আপনাকে বেরোতে হবে। আর একবার কমফোর্ট জোন ছেড়ে বেরলে প্রচুর কথাবার্তা শুরু হবে, সেটাও ঠিক। কিন্তু তাতে আমার টিমের লাভ। আমার টিম তাতে তেতে যায়।’’ একই সঙ্গে টি-টোয়েন্টির অস্থায়ী ভারত অধিনায়ক মনে করিয়ে দিয়েছেন যে, দক্ষিণ আফ্রিকার মতো শক্তিশালী টিমের মহড়া নিতে তাঁর টিম তৈরি। বলে দিয়েছেন, ‘‘ভারতীয় টি-টোয়েন্টি টিমে যারা খেলছে এখন, প্রত্যেকে অকুতোভয়। ভয়ডরহীন ক্রিকেট খেলতে ওরা অভ্যস্ত। আমরা কেউ ব্যর্থতাকে ভয় পাই না। কে সফল হল আর কে ব্যর্থ, সেটা আলাদা কথা। কিন্তু আমরা কেউ নিজেদের খেলার ধরন থেকে সরে আসব না।’’
[আরও পড়ুন: আদিবাসী মুখেই ভরসা, ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করল বিজেপি]
অস্ট্রেলিয়াকে ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজে ৪-১ উড়িয়ে দক্ষিণ আফ্রিকা গিয়েছে ভারত। যা দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নামার আগে দলকে বিশ্বাস জোগাবে বলে মনে হচ্ছে ভারতীয় ক্রিকেটের ‘শ্রীযুক্ত ৩৬০ ডিগ্রি’র। বলছেন, ‘‘অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ জয়, বিশ্বাস জুগিয়েছে আমাদের। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভয়ডরহীন ক্রিকেট খেলেছে ছেলেরা। আশা করছি, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আমরা একই রকম খেলব। টিমকে বলেছি, আইপিএলের মতো খেলো।’’
সে সব ঠিক আছে। শুধু দু’টো খচখচানি। এক, রিঙ্কু সিংয়রে মতো কারও কারও মনে হচ্ছে যে, দক্ষিণ আফ্রিকার পিচের বাড়তি পেস-বাউন্স সামলানো জলবৎ তরলং হবে না। সেটা বলছেনও। ‘‘ভারতীয় পিচের চেয়ে দক্ষিণ আফ্রিকার উইকেটে পেস-বাউন্স অনেক বেশি। তাই আমাদের প্র্যাকটিস দরকার।’’ দ্বিতীয়ত, দক্ষিণ আফ্রিকা সিরিজের পরে আর গোটা ছয়েক টি-টোয়েন্টি ভারত পাবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে। এত কম টি-টোয়েন্টি খেলে বিশ্বমঞ্চে নামতে অসুবিধে হবে না? সূর্য মানেন না। বলে দেন, ‘‘এর সঙ্গে চোদ্দোটা আইপিএল ম্যাচও তো ধরতে হবে। তাছাড়া আমরা প্রত্যেকে টি-টোয়েন্টি খেলে-খেলে অভ্যস্ত। অসুবিধের কোনও কারণ দেখছি না।’’
আজ টিভিতে
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা
প্রথম টি-টোয়েন্টি, ডারবান
সন্ধে ৭.৩০, স্টার স্পোর্টস