অস্ট্রেলিয়া: ৩৬৯ ও ২৯৪
ভারত: ৩৩৬ ও ৩২৯/৭ (গিল-৯১, পূজারা-৫৬, পন্থ-৮৯* কামিন্স- ৫৫/৪)
তিন উইকেটে জয়ী ভারত
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বরাবর অজিদের শক্ত ঘাঁটি বলেই পরিচিত ব্রিসবেন। সচরাচর এই মাঠে পরাস্ত হয় না অস্ট্রেলিয়া। আর সেখানেই তরুণ, অনভিজ্ঞ দল নিয়ে বিজয় ঝাণ্ডা ওড়ালেন অজিঙ্ক রাহানে।সেই সঙ্গে ২-১-এ বর্ডার-গাভাসকর সিরিজ জিতে ট্রফি ঘরে তুলল টিম ইন্ডিয়া। ঐতিহাসিক এই ম্যাচ জয়ের জন্য ভারতীয় দলের ধৈর্যের লড়াইকে কুর্নিশ জানাচ্ছে গোটা দেশ।
প্রথম টেস্টে ৩৬ রানে ভারতীয় দলকে (Team India) অল আউট হতে দেখে বিশ্লেষকদের অনেকেরই মনে হয়েছিল, হয়তো অস্ট্রেলিয়ায় হোয়াইটওয়াশ হতে হবে সফরকারীদের। তার উপর বিরাট কোহলি, মহম্মদ শামি, ইশান্ত শর্মাদের মতো অভিজ্ঞ তারকাদের অনেকেই অনুপস্থিত। এমন পরিস্থিতিতে তরুণ ব্রিগেড নিয়ে রাহানে কতটা কী করতে পারবেন, তা নিয়ে অনেকেই ধন্দে ছিলেন। মঙ্গলবার নিজেদের পারফরম্যান্স দিয়েই সেই সব প্রশ্নের উত্তর দিয়ে দিল টিম ইন্ডিয়া। চোট-আঘাত, বর্ণবিদ্বেষ, স্লেজিং- সবকিছুকে ছাপিয়েও যে সিংহের ডেরায় ঢুকে সিংহ বধ করা যায়, বুঝিয়ে দিল এই দল। গাব্বায় রচিত হল নয়া ইতিহাস।
[আরও পড়ুন: অস্ট্রেলিয়ান ওপেন শুরুর আগে আরও বাড়ল উদ্বেগ, এবার করোনা আক্রান্ত ২ খেলোয়াড়]
দুর্দান্তভাবে দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়ানোই ছিল এই সিরিজের টার্নিং পয়েন্ট। তারপর চোটে জর্জরিত দল চোয়াল চাপা লড়াই করে তৃতীয় টেস্ট ড্র করে। গাব্বাই হয়ে ওঠে সিরিজ নির্ধারক টেস্টের মঞ্চ। যেখানে প্রথম থেকেই চলে সেয়ানে-সেয়ানে টক্কর। বৃষ্টির কারণে ম্যাচ খানিকটা বিঘ্নিতও হয়েছিল। তবে অজি ব্যাটিং লাইন আপকে দুমড়ে-মুচড়ে দিয়েছিলেন সিরাজ। কথায় নয়, কাজেই বর্ণবিদ্বেষের যোগ্য জবাব দেন দেশের তারকা বোলার। দ্বিতীয় ইনিংসে একাই তুলে নিয়েছিলেন ৫টি উইকেট। আর ব্যাট করতে নেমে বাকি কাজটা করেন শুভমান গিল, চেতেশ্বর পূজারা ও ঋষভ পন্থ (Rishabh Pant)।
পন্থকে কখনও চোট নিয়ে ভুগতে হয়েছে তো কখনও খারাপ পারফরম্যান্সের জন্য। উইকেটের পিছনে দাঁড়িয়ে ভরসা দিতে না পারায় তাঁকে নিয়ে ট্রোলের বন্যা বয়েছে একাধিকবার। কিন্তু ব্রিসবেনে যেন অন্য পন্থের জন্ম হল। যাঁর কাঁধে ভর দিয়েও কঠিনতম লড়াই জয় সম্ভব। ৮৯ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়লেন তিনি। আর সেই সঙ্গে ২-১-এ জিতে সিরিজ পকেটে পুরল টিম ইন্ডিয়া।
এই জয়ের পর কি টেস্টে নেতৃত্বের দায়িত্ব নিয়ে নতুন করে ভাববে নির্বাচক মণ্ডলী? বিরাট কোহলির পরিবর্ত আসার কি সময় হয়ে গেল? নিঃশব্দে ব্রিসবেন কিন্তু অনেক মূল্যবান প্রশ্ন তুলে দিল।