shono
Advertisement

ধোনির নেতৃত্বে ফের খেতাব জিততে পারে সিএসকে, কেমন হল দল? দেখে নিন শক্তি-দুর্বলতা

ধোনি-ধামাকা কি দেখা যাবে? দেখুন টিম প্রোফাইল।
Posted: 09:16 PM Mar 13, 2024Updated: 09:53 PM Mar 13, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চেন্নাই সুপার কিংস মানেই মহেন্দ্র সিং ধোনি। তাঁর ক্ষুরধার নেতৃত্ব, সাফল্যের সঙ্গে দল পরিচালনার জন্যই ক্রিকেটপাগলরা সিএসকে-র হয়ে গলা ফাটাবেন এবারের আইপিএলেও। গতবার রক্তের গতি বাড়িয়ে দেওয়া ফাইনালে গুজরাট টাইটান্সকে হারিয়ে আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে সিএসকে। পঞ্চমবার আইপিএল খেতাব জেতা হয়ে গিয়েছে চেন্নাই সুপার কিংসের। এবার কি ষষ্ঠবার খেতাব জিতবে তারা?

Advertisement

প্রথমেই নজর রাখা যাক সিএসকে-র গোটা দলের দিকে:  ব্যাটার: রুতুরাজ গায়কোয়াড়, অজিঙ্কে রাহানে, শেখ রশিদ
উইকেট কিপার: মহেন্দ্র সিং ধোনি (ক্যাপ্টেন), ডেভন কনওয়ে, অবিনাশ রাও
অলরাউন্ডার: মঈন আলি, শিবম দুবে, রবীন্দ্র জাদেজা, মিচেল স্যান্টনার, নিশান্ত সিন্ধু, অজয় মণ্ডল, রাজ্যবর্ধন হাঙ্গারগেকার, রাচীন রবীন্দ্র, ডারিল মিচেল, সমীর রিজভি
বোলার: দীপক চাহার, মহেশ তিক্ষণ, মুকেশ চৌধুরী, সিমরজিৎ সিং, মাথিসা পাথিরানা, তুষার দেশপাণ্ডে, প্রশান্ত সোলাঙ্কি, শার্দূল ঠাকুর, মুস্তাফিজুর রহমান

শক্তি: চেন্নাই সুপার কিংস দলটায় স্থিতিশীলতা এনেছেন নেতা মহেন্দ্র সিং ধোনি। দলের সাজঘরে বাড়ির মতো পরিবেশের জন্য সিএসকে মাঠে নেমে নিজেদের সেরাটা দিতে পারে। মহেন্দ্র সিং ধোনি সবার কাছে গ্রহণযোগ্য এক নেতা। এই ফ্র্যাঞ্চাইজির জার্সি পরে খেললে ফর্ম হারানো, দিগভ্রষ্ট হওয়া ক্রিকেটারও নিজেদের খুঁজে পান। যেমন শিবম দুবে। অজিঙ্ক রাহানেও নিজের জমি খুঁজে পেয়েছেন। এবার কী হয়, তা বলবে সময়। 
দুর্বলতা: সিএসকে-র বোলিং বিভাগে বড় নাম কেউ নেই। গতবার তুষার দেশপাণ্ডে (২১), পাথিরানা (১৯) এবং রবীন্দ্র জাদেজা (২০) সিএসকে-র হয়ে সফল বোলার। ভক্তরা মনে করছেন, এবার তাঁরাই সিএসকে-র মুখে হাসি ফোটাবেন। তবে মেগা টুর্নামেন্ট শুরুর আগে সিএসকে শিবিরে চোটআঘাতের লাল চোখ রয়েছে। পাথিরানাকে শুরু থেকে পাওয়া যাবে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। চিপকের বাইরে ম্যাচ হলে পরীক্ষায় বসতে হবে চেন্নাইয়ের বোলারদের। তবে প্যাট কামিন্স, বুমরাহ ও মিচেল স্টার্কের মতো বোলার নেই চেন্নাই শিবিরে।সেভাবে বলতে গেলে সিএসকের বোলিং বিভাগের ভেদ্যতা কম। মেগা টুর্নামেন্টের বল গড়ানোর আগেই বৃদ্ধাঙ্গুষ্ঠে চোটের জন্য ডেভন কনওয়ে টুর্নামেন্টের প্রথমার্ধ থেকে ছিটকে গিয়েছেন।
এক্স ফ্যাক্টর: চেন্নাই সুপার কিংসের এক্স ফ্যাক্টর অবশ্যই মহেন্দ্র সিং ধোনি। তাঁর কম্পিউটারের মতো মস্তিষ্ক, ধুরন্ধর নেতৃত্ব অন্যান্য দলের থেকে আলাদা করে রেখেছে সিএসকে-কে। 
সম্ভাব্য একাদশ -রুতুরাজ গায়কোয়াড়, রাচীন রবীন্দ্র, অজিঙ্কে রাহানে, ডারিল মিচেল, শিবম দুবে, রবীন্দ্র জাদেজা, মহেন্দ্র সিং ধোনি, শার্দূল ঠাকুর, দীপক চাহার, মহেশ তিক্ষণা, মুস্তাফিজুর রহমান/পাথিরানা

ইমপ্যাক্ট প্লেয়ার – মুকেশ চৌধুরী/সমীর রিজভি

সম্ভাবনা-গতবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস। ধোনির জন্যই এই দলকে নিয়ে বাজি ধরছেন সবাই। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement