সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তৃতীয়বার আইপিএল (IPL 2024) খেলতে নামছে লখনউ সুপার জায়ান্টস (Lucknow Super Giants)। গত দুবার প্লে অফে উঠেও ফাইনালে যেতে পারেনি কে এল রাহুলের দল। তৃতীয়বার অভিযান শুরুর আগেই বড়সড় ধাক্কা খেয়েছে লখনউ। মেগা টুর্নামেন্ট থেকে সরে দাঁড়িয়েছেন দলের অন্যতম বোলিং ভরসা মার্ক উড। সমস্ত সমস্যা উড়িয়ে প্রথমবারের জন্য আইপিএল জয়ের স্বাদ পাবে এলএসজি? একনজরে দেখে নিন দলের শক্তি-দুর্বলতা।
প্রথমেই নজর রাখা যাক লখনউ সুপার জায়ান্টসের গোটা স্কোয়াডের দিকে: কে এল রাহুল (KL Rahul), আয়ুশ বাদোনি, কুইন্টন ডি’কক, দেবদত্ত পাড়িক্কাল, নিকোলাস পুরান, অ্যাশটন টার্নার, কৃষ্ণাপ্পা গৌতম, দীপক হুডা, আরশিন কুলকার্নি, প্রেরক মানকড়, কাইল মেয়ার্স, ক্রুণাল পাণ্ডিয়া, মার্কাস স্টইনিস, ডেভিড উইলি, আর্শাদ খান, শামার জোসেফ, অমিত মিশ্র, মহসিন খান, নবীন উল হক, রবি বিষ্ণোই, মনিমরন সিদ্ধার্থ, মায়াঙ্ক যাদব, যশ ঠাকুর, যুধবীর সিং।
শক্তি: লখনউয়ের ব্যাটিং লাইন আপকে সমীহ করবে বিপক্ষ। একা হাতে ম্যাচের রং পালটে দিতে পারেন রাহুল, ডি’কক, স্টইনিসের মতো ব্যাটাররা। মিডল অর্ডারে হুডা, ক্রুণালের মতো ক্রিকেটাররাও যথেষ্ট ভালো ব্যাটিং করতে পারেন। তাছাড়াও দলে রয়েছেন বিষ্ণোই, বাদোনি, মহসিনের মতো তরুণ ক্রিকেটাররা। আইপিএলের মঞ্চে নিজেদের প্রমাণ করতে মুখিয়ে থাকবেন। নতুন যোগ দেওয়া দেবদত্তও ব্যাট হাতে ভরসা দিতে পারেন।
[আরও পড়ুন: আরসিবি ক্যাম্পে যোগ দিলেন কোহলি, বিরাট স্বপ্ন দেখছেন সমর্থকরা]
দুর্বলতা: বরাবরই লখনউকে ভুগিয়েছে তাদের বোলিং। ২০২৪ আইপিএল শুরুর আগেই মার্ক উডের সরে যাওয়াটা সঞ্জীব গোয়েঙ্কার দলের কাছে বিরাট বড় ধাক্কা। পরিবর্ত হিসাবে ওয়েস্ট ইন্ডিজের শামার জোসেফকে সই করালেও তরুণ তারকা চাপের মধ্যে কেমন খেলবেন সেই নিয়ে সংশয় থাকছে। এছাড়াও বহু টাকা খরচ করে শিবম মাভিকে কিনেছে লখনউ, যিনি সেরকম ছন্দে নেই বহুদিন ধরেই। সদ্য চোট সারিয়ে ফেরা অধিনায়ক রাহুলও আদৌ ভালো পারফর্ম করতে পারেন কিনা, প্রশ্ন থাকবে। তাছাড়াও চাপের মুখে গুটিয়ে যাওয়ার প্রবণতা লখনউকে ভোগাবে।
সম্ভাব্য প্রথম একাদশ:
কে এল রাহুল (অধিনায়ক)
কুইন্টন ডি’কক
দেবদত্ত পাড়িক্কল
মার্কাস স্টয়নিস
আয়ুশ বাদোনি
দীপক হুডা
ক্রুণাল পাণ্ডিয়া/ কৃষ্ণাপ্পা গৌতম
রবি বিষ্ণোই
নবীন উল হক
মহসিন খান/ অমিত মিশ্র
শামার জোসেফ
ইম্প্যাক্ট প্লেয়ার: শিভম মাভি/ কাইল মেয়ার্স
এক্স ফ্যাক্টর: মার্কাস স্টইনিস। অজি অলরাউন্ডার একা হাতে ম্যাচ জেতানোর ক্ষমতা রাখেন। গত মরশুমে দুরন্ত ফর্মে ছিলেন স্টইনিস। বোলিংয়ে সেভাবে অবদান রাখতে না পারলেও বহু ম্যাচে একাই উতরে দিয়েছেন লখনউকে। আইপিএল জিততে গেলে ব্যাটে-বলে স্টইনিসের পারফরম্যান্স খুবই গুরুত্বপূর্ণ। তবে নজর কাড়তে পারে আয়ুশ বাদোনির ব্যাটিংও।
সম্ভাবনা: মাত্র দুবার আইপিএল খেলে দুবারই শেষ চারে উঠেছে লখনউ। গ্রুপ পর্যায়ে সবসময় ধারাবাহিকতা দেখায় রাহুলের দল। কিন্তু নক আউটে পৌঁছে চাপ সামলাতে পারে না। দুবারই এলিমিনেটরে শোচনীয়ভাবে হেরে আইপিএল থেকে বিদায় নিয়েছে তারা। ফলে আইপিএল চ্যাম্পিয়ন হিসাবে লখনউয়ের উপর বাজি ধরা কঠিন। তবে প্লে অফে যেতেই পারে দলটি।