shono
Advertisement

Breaking News

এবার সাধক কবির চরিত্রে দেখা মিলবে মিঠুন চক্রবর্তীর

দেখে নিন সদ্য মুক্তি পাওয়া সেই ছবির টিজার৷ The post এবার সাধক কবির চরিত্রে দেখা মিলবে মিঠুন চক্রবর্তীর appeared first on Sangbad Pratidin.
Posted: 11:22 AM May 29, 2017Updated: 05:52 AM May 29, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লালন ফকিরের জীবনকাহিনি নিয়ে টলিউডে তৈরি হয়েছিল ‘মনের মানুষ’৷ পরিচালক গৌতম ঘোষের সেই ছবিতে লালনের ভূমিকায় অভিনয় করে প্রশংসা কুড়িয়েছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়৷ জাতীয় পুরস্কার জিতে নিয়েছিল ছবিটি৷ বাংলা ছবিতে খানিকটা সেই ধাঁচের ছবিই ফিরছে পরিচালক রাহুল আমিনের হাত ধরে৷ সোমবার মুক্তি পেল হাসন রাজা ছবির টিজার৷

Advertisement

[ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মোরা’, আগামী কয়েকদিন রাজ্যে বৃষ্টির সম্ভাবনা]

বাংলাদেশের সিলেটের মরমী সাধক হাসন রাজার জীবনের অজানা কাহিনিই এবার বড়পর্দায় তুলে ধরবেন রাহুল আমিন৷ দোর্দণ্ডপ্রতাপ, স্বৈরাচারী জমিদার ছিলেন হাসন রাজা৷ দিলারামের প্রেম তাঁর জীবনকে পাল্টে দিয়েছিল৷ ধীরে ধীরে তাঁর চালচলন, স্বভাব, জীবনযাপনের ধারায় এসেছিল পরিবর্তন৷ পরবর্তীকালে বড়মাপের দার্শনিক, কবি এবং গীতিকার হয়ে উঠেছিলেন তিনি৷ তাঁর মৃত্যুর কয়েক বছর পর অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে এক ভাসনে হাসন রাজার সুখ্যাতি করেছিলেন কবি রবীন্দ্রনাথ ঠাকুর৷ তারপরই বাংলা জুড়ে তিনি আরও জনপ্রিয় হয়ে উঠেছিলেন৷ বাস্তবের মাটিতে জন্ম নেওয়া এই সাধকের গল্পই ফের সেলুলয়েডে ভেসে উঠতে চলেছে৷ হাসন রাজার চরিত্রে অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তী৷ হাসন রাজার স্ত্রীর ভূমিকায় দেখা যাবে রাইমা সেনকে৷

দীর্ঘদিন ধরে অসুস্থ থাকার কারণে ইন্ডাস্ট্রি থেকে লম্বা বিরতি নিয়েছিলেন বাংলা চলচ্চিত্র জগতের মহাগুরু৷ ২০১৫ সালে বলিউড ছবি ‘হাওয়াইজাদা’য় দেখা গিয়েছিল মিঠুনকে৷ হাসন রাজায় ঘোড়ায় সওয়ার, তলোয়ারধারী জমিদারের ভূমিকায় দর্শকদের নজর কেড়েছেন তিনি৷ ছবিটি প্রথমে ৩১ মার্চ মুক্তি পাওয়ার কথা থাকলেও পরে তা পিছিয়ে যায়৷ দেখে নিন সদ্য মুক্তি পাওয়া সেই ছবির টিজার৷

[‘আমাদের রাস্তা এখন থেকে আলাদা’, শুভশ্রীকে জানিয়ে দিলেন রাজ]

[বাবা ট্রফি জেতায় অভিনব সেলিব্রেশন খুদে মেসির, ভাইরাল ভিডিও]

The post এবার সাধক কবির চরিত্রে দেখা মিলবে মিঠুন চক্রবর্তীর appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement