সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অনলাইন লেনদেনের অভ্যাস যত বাড়ছে,ততই পাল্লা দিয়ে বাড়ছে প্রতারণা। নানা ছলে-বলে-কৌশলে গ্রাহকদের থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে স্ক্যামাররা। সম্প্রতি এ নিয়ে গুরুগ্রাম পুলিশের তরফে অভিযোগ জানানো হয় গুগলকে। আর সেই ভিত্তিতেই দুটি ইনভেস্টমেন্ট অ্যাপকে গুগল প্লে স্টোর থেকে সরাল টেক জায়ান্ট সংস্থা।
গুগলের পক্ষ থেকে জানানো হয়েছে, FHT এবং SS-Equitrade- এই দুটি অ্যাপ অ্যান্ড্রয়েডের প্লে স্টোর থেকে সরিয়ে দেওয়া হয়েছে। প্রতারণার বিরুদ্ধে গুরুগ্রামে তল্লাশি চালায় গুরুগ্রাম পুলিশের সাইবার অপরাধ দমন শাখা। তার পরই এই পদক্ষেপ। পাশাপাশি একটি রিপোর্ট প্রকাশ্যে এনে গুগল জানিয়েছে, প্রতারণার ফাঁদ পাতা হচ্ছে, এমন ২০ লক্ষ অ্যাপ গত বছর নিজেদের প্লে স্টোর থেকে সরিয়ে ফেলেছে গুগল। ইউজারদের প্রতারণার হাত থেকে রক্ষা করতেই এমন কড়া পদক্ষেপ গ্রহণ করা হয়েছে গুগলের তরফে।
[আরও পড়ুন: ‘আগে মহিলাদের ছায়ায় বসান, তার পর সভা করব’, তীব্র দাবদাহে ‘মানবিক’ মমতাকে দেখল ফরাক্কা]
গুরুগ্রামের সাইবার অপরাধ দমন থানার এসএইচও নবীন জানান, FHT এবং SS-Equitrade অ্যাপ দুটির মাধ্যমে সাধারণ মানুষকে ফাঁদে ফেলার চেষ্টায় ছিল জালিয়াতরা। প্রলোভন দেখানো হয়, এই অ্যাপের মাধ্যমে লগ্নি করলে প্রচুর পরিমাণ সুদ পাওয়া যাবে। ইতিমধ্যেই FHT অ্যাপটি দেড় লক্ষেরও বেশি ইউজার ডাউনলোড করে ফেলেছিলেন। তা থেকেই আন্দাজ করা যায়, প্রতারণার ফাঁদ ঠিক কতখানি বিস্তৃত।
পুলিশের তরফে নোটিস দিয়ে সতর্ক করা হয়েছে সাধারণ মানুষকে। এই অ্যাপের মাধ্যমে যে কোনও লেনদেন করতে নিষেধ করা হয়েছে। না হলেই প্রতারকরা হাতিয়ে নেবে ব্যাঙ্কে গচ্ছিত অর্থ। উল্লেখ্য, প্রতারণা রুখতে ২০২২ সালে ১৪ লক্ষেরও বেশি ভুয়ো অ্যাপকে ব্লক করা হয়েছিল। এবারও ইউজারদের 'রক্ষাকবচ' দিল গুগল।