shono
Advertisement
Flipkart

জলের দরে ফলের রস! ফ্লিপকার্টের ব্ল্যাক ফ্রাইডে সেলে সস্তায় কিনুন স্বপ্নের স্মার্টফোন

আইফোন থেকে স্যামসাং, তালিকায় নানা সংস্থার নানা ফোন।
Published By: Biswadip DeyPosted: 08:33 PM Nov 25, 2024Updated: 08:33 PM Nov 25, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফ্লিপকার্টে চলছে ব্ল্যাক ফ্রাইডে সেল। চলবে ২৯ নভেম্বর পর্যন্ত। আপনার মাথায় কি নতুন স্মার্টফোন কেনার পরিকল্পনা ঘুরপাক খাচ্ছে? তাহলে এখনই সেরা সময়। আইফোন ১৫-সহ নানা ব্র্যান্ডের রকমারি ফোনের পসরা সাজানো রয়েছে আপনার জন্যই। রইল সেরা পাঁচটি ফোনের হদিশ।

Advertisement

আইফোন ১৫: আইফোন ১৫-এর দাম ৬৯ হাজার ৯০০ টাকা। কিন্তু ফ্লিপকার্ট সুযোগ দিচ্ছে মাত্র ৫৮ হাজার ২৪৯ টাকায় তা কেনার। এর সঙ্গেই রয়েছে ব্যাঙ্ক এবং এক্সচেঞ্জ অফার। অর্থাৎ এই দামের মধ্যেও পেয়ে যাবেন আরও ছাড়।

স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপ৬: ১২ জিবি র‍্যাম ও স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসরে সমৃদ্ধ এই স্মার্টফোনের দাম ১ লক্ষ ২১ হাজার ৯৯৯ টাকা। তা ব্ল্যাক ফ্রাইডে সেলে পাওয়া যাবে ১ লক্ষ ১ হাজার ৯৯৯ টাকাতেই। একই ভাবে এখানে থাকবে ব্যাঙ্ক এবং এক্সচেঞ্জ অফার।

স্যামসাং গ্যালাক্সি এস২৪ প্লাস: এই স্মার্টফোনের মূল্য ৯৯ হাজার ৯৯৯ টাকা। কিন্তু ফ্লিপকার্টের সেলে তা পাওয়া যাচ্ছে ৬৪ হাজার ৯৯৯ টাকায়। অর্থাৎ একলাফে ৩৫ হাজার টাকা কম পড়ছে। এখানেই শেষ নয়, অন্য অফারও থাকবে আপনাদের জন্য।

স্যামসাং গ্যালাক্সি এস২৩ এফই: ফ্ল্যাগশিপ ফিচারে সমৃদ্ধ এই স্মার্টফোনের আসল দাম ৭৯ হাজার ৯৯৯ টাকা। কিন্তু তা একলাফে ৪৯ হাজার টাকা কম দামে মিলবে এটি। অর্থাৎ ৩০ হাজার ৯৯৯ টাকায়।

নাথিং ফোন ২এ: অসামান্য ফিচারে সমৃদ্ধ এই ফোনের দাম ২৯ হাজার ৯৯৯ টাকা। কিন্তু তা পাওয়া যাবে ২৭ হাজার ৯৯৯ টাকায়। সেই সঙ্গে থাকবে ব্যাঙ্ক এবং এক্সচেঞ্জ অফারও।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ফ্লিপকার্টে চলছে ব্ল্যাক ফ্রাইডে সেল। চলবে ২৯ নভেম্বর পর্যন্ত।
  • আপনার মাথায় কি নতুন স্মার্টফোন কেনার পরিকল্পনা ঘুরপাক খাচ্ছে? তাহলে এখনই সেরা সময়।
  • আইফোন ১৫-সহ নানা ব্র্যান্ডের রকমারি ফোনের পসরা সাজানো রয়েছে আপনার জন্যই।
Advertisement