shono
Advertisement

Breaking News

Flipkart Freedom Sale

ফ্লিপকার্ট ফ্রিডম সেলে ধামাকা! ফের আকর্ষণীয় ছাড়ে স্মার্টফোন কেনার সুযোগ

৩১ জুলাই রাত ১২টা বাজতেই শুরু হচ্ছে ফ্লিপকার্ট ফ্রিডম সেল।
Published By: Sulaya SinghaPosted: 07:06 PM Jul 31, 2025Updated: 07:06 PM Jul 31, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুজোর আগে নতুন স্মার্টফোন কেনার প্ল্যান। কিংবা অ্যান্ড্রয়েড ছেড়ে হাতে তুলে নিতে চান আইফোন? তাহলে আপনার জন্য সুবর্ণ সুযোগ। ৩১ জুলাই রাত ১২টা বাজতেই শুরু হচ্ছে ফ্লিপকার্ট ফ্রিডম সেল। আর সেখানেই একগুচ্ছ স্মার্টফোনে মিলবে আকর্ষণীয় ছাড়। চলুন জেনে নেওয়া যাক আটদিনব্যাপী এই ফ্রিডম সেলে কোন স্মার্টফোনে পাবেন কী অফার।

Advertisement

বৃহস্পতিবার মধ্যরাত থেকে ফ্রিডম সেলে স্মার্টফোন কিনে নিতে পারবেন প্লাস এবং ভিআইপি মেম্বাররা। আর বাকিদের জন্য এই অফার শুরু ১ আগস্ট। সংস্থার তরফে এখনও পর্যন্ত কিছু জানানো না হলেও টিজারেই খানিকটা স্পষ্ট যে কোন কোন হ্যান্ডসেটে মিলবে বিশেষ ছাড়। আইফোন ১৬, মোট এড ৬০ ফিউশন, স্যামসাং গ্যালাক্সি S24 FE এবং নাথিং ফোন 3a পাওয়া যাবে তুলনামূলক সস্তায়। এখানেই শেষ নয়, নতুন ফোনে ডিসকাউন্টের পাশাপাশি ফ্ল্যাশ সেল এবং এক্সচেঞ্জেও থাকবে আকর্ষণীয় অফার।

প্লাস এবং ভিআইপি মেম্বাররা ঘোষিত অফারের পাশাপাশি ফ্লিপকার্ট সুপার কয়েন রিডিম করে পেয়ে যাবেন ১০ শতাংশ অতিরিক্ত ডিসকাউন্ট। এছাড়া বেশ কিছু ব্যাঙ্কের কার্ডে কেনাকাটার উপর পাবেন ১৫ শতাংশ পর্যন্ত ছাড়।

দাঁড়ান, রয়েছে আরও চমক। এই ই-কমার্স সাইটে আলাদা-আলাদা অফারের মোট ৭৮টি শপিং উইনডো খুলে যাবে চোখের সামনে। এই যেমন ধরুন ফ্রিডম ডিলস, রাশ আওয়ার, টিকটক, এক্সচেঞ্জ অফার, বাম্পার আওয়ারের মতো নানা দুর্দান্ত অফার থেকে রাখিবন্ধন উপলক্ষেও কিনে নিতে পারবেন প্রয়োজনের জিনিসটি। তাহলে আর দেরি কেন! নিজের পুরনো মোবাইলটি আকর্ষণীয় মূল্য বিক্রি করে পুজোর আগেই কিনে ফেলুন ব্র্যান্ড নিউ স্মার্টফোন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ৩১ জুলাই রাত ১২টা বাজতেই শুরু হচ্ছে ফ্লিপকার্ট ফ্রিডম সেল।
  • আর সেখানেই একগুচ্ছ স্মার্টফোনে মিলবে আকর্ষণীয় ছাড়।
  • চলুন জেনে নেওয়া যাক আটদিনব্যাপী এই ফ্রিডম সেলে কোন স্মার্টফোনে পাবেন কী অফার।
Advertisement