সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নেটদুনিয়ায় কখন যে কী ভাইরাল হয়! এখন যেমন সবাই মেতেছেন জিবলি স্টাইলে। সেই জ্বরে কে শামিল নন? কেবল নিজেদের ছবিই নয়, তারকাদের ছবিও ওই স্টাইলে তৈরি করে অনেকে পোস্ট করছেন সোশাল মিডিয়ায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, শচীন তেণ্ডুলকর, ডোনাল্ড ট্রাম্প সকলেরই নয়া অবতারে মুগ্ধ নেটিজেনরা। কিন্তু কী এই জিবলি স্টাইল? কী করেই বা তৈরি করবেন আপনারা।

জাপানের রাজধানী টোকিওয় অবস্থিত এক বিশ্বখ্যাত অ্যানিমেশন স্টুডিওর নাম স্টুডিও জিবলি ইনকর্পোরেশন। ১৯৮৫ সালে স্থাপিত এই স্টুডিওয় তৈরি হয়েছে জগদ্বিখ্যাত সব অ্যানিমে। যার মধ্যে ‘স্পিরিটেড অ্যাওয়ে’, 'গ্রেভ অফ দ্য ফায়ারফ্লাইস' কিংবা হাল আমলের 'দ্য বয় অ্যান্ড দ্য হেরন'-এর মতো অসংখ্য ছবি রয়েছে।
স্টুডিও জিবলির ছবিগুলি অসম্ভব যত্নে বানানো। প্রতিটি ফ্রেম হাতে আঁকা হয়। জলরং ও অ্যাক্রিলিকে রংও করা হয়। কোনও কোনও ক্ষেত্রে কম্পিউটার অ্যানিমেশন প্রযুক্তি ব্যবহৃত হলেও মূলত হাতেই আঁকা হয়।
আচমকাই ভাইরাল হয়ে গিয়েছে এই কায়দায় তৈরি করা ছবি। অনেকেই 'দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে'র মতো ছবির আইকনিক দৃশ্য থেকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের বিরুদ্ধে বিরাট কোহলির শতরানের মুহূর্তে- সবই তৈরি হচ্ছে জিবলির মেজাজে। স্বাভাবিক ভাবেই নেটিজেনরা নিজেদের ছবি বানিয়েও শেয়ার করতে শুরু করেছেন। কিন্তু কীভাবে তৈরি করা যাচ্ছে ছবিগুলি? জেনে নিয়ে নিজেও মেতে উঠুন চলতি ট্রেন্ডে।
চ্যাটজিপিটি ব্যবহার করেই এআইয়ের সাহায্যে জিবলি ছবি তৈরি করে নিকে পারবেন। জানুন পদ্ধতি:
প্রথমেই openai.com-এ ঢুকে লগ ইন করুন। তারপর শুরু করুন কনভারসেশন। সেজন্য 'নিউ চ্যাট'-এ ক্লিক করতে হবে। এরপর সেখানে একটি ইমেজ প্রম্পট লিখুন। অর্থাৎ স্টুডিও জিবলি স্টাইলে ছবি তৈরি করতে চাইছেন তা বিস্তারে লিখুন। ব্যাস। এবার এন্টার টিপলেই কেল্লা ফতে। যে ছবি তৈরি হবে তা সেভ করে নিন। তাহলেই সেটা আপনার ডিভাইসে ডাউনলোড হয়ে যাবে। এরই পাশাপাশি গ্রকের মতো এআই টুল ব্যবহার করেও একই ভাবে এরকম ছবি তৈরি করতে পারবেন। স্ন্যাপচ্যাটে রয়েছে ঘিবলি ফিল্টার। সেটাও ব্যবহার করে দেখতে পারেন।