সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাইবাজেট হোক কিংবা মধ্যবিত্তের সাধ্যের মধ্যে। ফ্যাশানেবল হোক অথবা টেকসই, স্যামসাংয়ের দ্বারস্থ হলে যা চাইবেন তাই পাবেন। নতুন বছরেও তার ব্যতিক্রম হচ্ছে না। এবার এক্কেবারে পাতলা মডেল এনে তাক লাগাতে চলেছে এই কোরিয়ান কোম্পানি। আসলে শীঘ্রই গ্যালাক্সি S25 সিরিজের নতুন মডেল আনতে চলেছে সংস্থা। আর তারই অন্যতম হল স্যামসাং গ্যালাক্সি S25 স্লিম। চলুন জেনে নেওয়া যাক কী কী বিশেষত্ব রয়েছে এই ফোনে।
নাম থেকেই আন্দাজ করা যায়, অন্যান্য মডেলের তুলনায় এটি অনেকটাই বেশি পাতলা হতে চলেছে। স্যামসাংয়ের দাবি, গ্যালাক্সি S25 স্লিমই তাদের কোম্পানির সবচেয়ে স্লিক বা পাতলা মডেল। এই ফোনেই অভিষেক ঘটবে গ্রাউন্ড ব্রেকিং অল লেন্স অন প্রিজম (ALoP) ক্যামেরা টেকনোলজির। কী এই বিষয়টি? বস্তুত যে কোনও হ্যান্ডসেটের রিয়ার ক্যামেরা ব্যাক সারফেস থেকে খানিকটা উঁচু হয়ে থাকে। কিন্তু এক্ষেত্রে সেই দীর্ঘ ২২ শতাংশ কম হবে। তার জেরেই অনেকখানি মাত্র ৭ মিলিমিটার পাতলা হবে এই নতুন মডেলটি। ভাবতেই পারেন, ক্যামেরা বাম্প স্লিক হলে কি ক্যামেরার গুণগত মানও খারাপ হবে? না, একেবারেই তা নয়। বরং অত্যাধুনিক প্রযুক্তি যুক্ত এই ক্যামেরা অন্য অনেক মডেলের ক্যামেরার থেকে উন্নত হবে বলেই দাবি সংস্থার।
তিন ক্যামেরা বিশিষ্ট এই মডেলের মেন ক্যামেরা ২০০ মেগাপিক্সেলের এবং সঙ্গে ৫০ এমপি আলট্রা ওয়াইড ক্যামেরা। সেই সঙ্গে S25 সিরিজের শুধুমাত্র এই মডেলেই থাকবে ALoP প্রযুক্তির টেলিফটো ক্যামেরা।
নিশ্চয়ই জানতে ইচ্ছা করছে কবে বাজারে আসছে এই ফোন, দামই বা কত! না, কোম্পানির তরফে এখনও পর্যন্ত এই দামের বিষয়ে কিছু জানানো হয়নি। তবে নতুন বছরের ২৩ জানুয়ারি আত্মপ্রকাশ করবে এই মডেল। ২৪ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত অগ্রিম বুকিং করা যাবে। স্যামসাং গ্যালাক্সি S25 স্লিম বিক্রি শুরু হওয়ার কথা ৪ ফেব্রুয়ারি থেকে।