shono
Advertisement
WhatsApp

হোয়াটসঅ্যাপে সাবধান! ওটিপির ফাঁদ পাতছে হ্যাকাররা, পা দিলেই সর্বনাশ

জেনে নিন কীভাবে সতর্ক হবেন।
Published By: Biswadip DeyPosted: 09:26 PM Mar 27, 2025Updated: 09:26 PM Mar 27, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হোয়াটসঅ্যাপে হ্যাকারদের ফাঁদ পাতার বিষয়টা নতুন নয়। সম্প্রতি শোনা গিয়েছিল এক্সক্লুসিভ অফার, ইনস্ট্যান্ট ক্যাশব্যাকের মতো লোভনীয় সব প্রস্তাব দিয়ে বোকা বানানো হচ্ছে ইউজারদের। এবার সামনে এল নয়া ছক। ওটিপি কোডের মাধ্যমে পাতা হচ্ছে নতুন ফাঁদ। অসতর্ক হলেই সর্বনাশ।

Advertisement

অথচ এর শুরুটা একেবারেই নিরীহদর্শন। কোনও ঘনিষ্ঠ আত্মীয়, বন্ধুবান্ধবদের পক্ষ থেকে পাঠানো হয় একটি ওটিপি কোড। সঙ্গে বার্তা, 'ভুল করে একটা কোড পাঠিয়ে ফেলেছি তোমার নম্বরে। দয়া করে এটা ফরোয়ার্ড করো।' আর এই ফাঁদে পা দিলেই ব্যাস! সঙ্গে সঙ্গে ওই ইউজারের হোয়াটসঅ্যাপের পুরো দখলটাই চলে যাবে হ্যাকারদের হাতে। কাজেই সতর্ক থাকুন। অন্যথায় বড়সড় বিপদে পড়তে পারে।

হোয়াটসঅ্যাপ হ্যাক হয়েছে বুঝবেন কী করে
কোনও রহস্যময় ওটিপি ও এসএমএস পেলে।

কোনও হুঁশিয়ারি ছাড়াই হোয়াটসঅ্যাপ থেকে লগআউট হয়ে গেলে।

কোনও বন্ধুর তরফ থেকে এমন বার্তা পেলেন যা রহস্যময়।

কোনওভাবেই হোয়াটসঅ্যাপে ঢুকতে না পারলে।

সতর্ক থাকুন: কী করবেন কী করবেন না

কখনও নিজের ওটিপি শেয়ার করবেন না। মনে রাখবেন ওটিপি কেবল আপনারই জন্য। কোনও সংস্থা বা অন্য কেউই তা চাইতে পারে না।

এনাবেল করে রাখুন টু-স্টেপ ভ্যারিফিকেশন।

কোনও বন্ধুর থেকে রহস্যময় বার্তা পেলে বিশ্বাস করবেন না। বরং তাঁকে সরাসরি ফোনই করে নিন।

লিঙ্কড ডিভাইসগুলিকে নিয়মিত চেক করুন।

কোনও রকম সন্দেহজনক অ্যাক্টিভিটি দেখলে রিপোর্ট করুন।

প্রয়োজনে বদলে ফেলুন প্রাইভেসি সেটিংস। কোনও অচেনা নম্বর যাতে আপনাকে হুটহাট কোনও হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগ করতে না পারে, তা নিশ্চিত করুন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • হোয়াটসঅ্যাপে হ্যাকারদের ফাঁদ পাতার বিষয়টা নতুন নয়।
  • সম্প্রতি শোনা গিয়েছিল এক্সক্লুসিভ অফার, ইনস্ট্যান্ট ক্যাশব্যাকের মতো লোভনীয় সব প্রস্তাব দিয়ে বোকা বানানো হচ্ছে ইউজারদের।
  • এবার সামনে এল নয়া ছক। ওটিপি কোডের মাধ্যমে পাতা হচ্ছে নতুন ফাঁদ। অসতর্ক হলেই সর্বনাশ।
Advertisement