shono
Advertisement
WhatsApp

এবার ফেসবুকের মতো কভার ফটো হোয়াটসঅ্যাপে, নয়া ফিচার আনছে মেটার সংস্থা

আইওএস ও অ্যান্ড্রয়েড- দুই ধরনের ফোনেই মিলতে পারে সুবিধাটি।
Published By: Biswadip DeyPosted: 12:36 PM Jan 17, 2026Updated: 12:36 PM Jan 17, 2026

হোয়াটসঅ্যাপে সব সময়ই নতুন নতুন ফিচার উপহার পান ইউজাররা। মেটার মালিকানাধীন সংস্থার এই জনপ্রিয় চ্যাটিং অ্যাপ সব সময়ই চেষ্টা করে নতুন নতুন আকর্ষণীয় চমক দিতে। এবার সেই তালিকায় যোগ হতে চলেছে নতুন ফিচার। ফেসবুক, লিঙ্কডইনের মতো এখানেও কভার ফটো ব্যবহার করা যাবে। এই নয়া প্রোফাইল ফিচার শিগগিরি যোগ হবে বলেই দাবি এক ওয়েবসাইটের।

Advertisement

মনে করা হচ্ছে এই নয়া ফিচার ইউজারদের নিজেদের আরও ভালোভাবে প্রকাশ করতে এবং প্রোফাইলকে আরও ব্যক্তিগত ও আকর্ষণীয় করে তুলতে সাহায্য করবে। প্রোফাইল ছবির মতোই কভার ফটোও সোশাল নেটওয়ার্কিং অ্যাকাউন্টকে ব্যক্তিগত রূপ দেওয়ার ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখনও পর্যন্ত, কভার ফটোর সুবিধাটি শুধুমাত্র হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্টেই পাওয়া যেত। সব কিছু ঠিক থাকলে এবার সব ইউজাররাই এই সুযোগ পাবেন। জানা যাচ্ছে, আইওএস ও অ্যান্ড্রয়েড- দুই ধরনের ফোনেই এটা আনার বিষয়ে আলোচনা শুরু হয়েছে। তবে পুরো বিষয়টিই আপাতত পরীক্ষা নিরীক্ষার স্তরে রয়েছে।

এই নয়া ফিচার ইউজারদের নিজেদের আরও ভালোভাবে প্রকাশ করতে এবং প্রোফাইলকে আরও ব্যক্তিগত ও আকর্ষণীয় করে তুলতে সাহায্য করবে। প্রোফাইল ছবির মতোই কভার ফটোও সোশাল নেটওয়ার্কিং অ্যাকাউন্টকে ব্যক্তিগত রূপ দেওয়ার ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

এদিকে জানা গিয়েছে, হোয়াটসঅ্যাপ স্টেটাসেও অন্তর্ভুক্ত হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই। শীঘ্রই নয়া এই ফিচার আসতে চলেছে বলে খবর। জানা যাচ্ছে, স্টোটাসের ছবিকে আরও আকর্ষণীয় এবং অভিনব করে তুলতেই নতুন এই এআই ফিচার আসতে চলেছে। জানা গিয়েছে, হোয়াটসঅ্যাপের স্টেটাস বিভাগে মেটা এআই দ্বারা পরিচালিত নতুন কিছু টুলস দেখা যাবে। সেগুলির মাধ্যমে তৎক্ষণাৎ স্টেটাসে দেওয়ার জন্য নির্বাচিত ছবি এডিট করতে পারবেন ইউজাররা এতদিন ছবি এডিট করতে গেলে অন্য সফটওয়্যার ব্যবহার করতে হত। কিন্তু এবার সেই দিন শেষ। হোয়াটসঅ্যাপের মধ্যেই পেয়ে যাবেন এডিটিং টুলস। তা-ও আবার কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা পরিচালিত। তবে শুধু ছবির এডিটিংই নয়। থাকবে আরও কিছু তাক লাগানো ফিচার।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement