সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইপিএল শুরু হতে না হতেই এই মেগা ইভেন্টকে ঘিরে বেটিং চক্র, কালোবাজারির খবর ইতিমধ্যেই উঠে এসেছে শিরোনামে। এবার শোনা যাচ্ছে, হোয়াটসঅ্যাপেও নাকি ওত পেতে বসে স্ক্যামাররা। অর্থাৎ মোবাইলে আইপিএল খেলার সময় বিশেষ সতর্ক থাকতে হবে। নাহলেই সর্বস্ব খোয়াতে পারেন আপনি!

জানা যাচ্ছে, হোয়াটসঅ্যাপে অনলাইন বেটিংয়ের লিংক পাঠিয়ে ইউজারদের টার্গেট করা হচ্ছে। বলা হচ্ছে, এই লিংকে ক্লিক করে আইপিএল, ক্রিকেট কিংবা ফুটবল খেললেই আয় করা যাবে। শুধু তাই নয়, এক্সক্লুসিভ অফার, ইনস্ট্যান্ট ক্য়াশব্যাকের মতো লোভনীয় সব প্রস্তাবও দেওয়া হচ্ছে হোয়াটসঅ্যাপ ইউজারদের। ভাইরাসে ভরা সেসব লিংক ক্লিক করলেই বিপাকে পড়ছেন সাধারণ মানুষ।
বহু ইউজার ইতিমধ্যেই এ বিষয়ে রিপোর্ট করেছেন। তাঁরা জানিয়েছেন, অচেনা আন্তর্জাতিক নম্বর থেকে তাঁদের হোয়াটসঅ্যাপ করা হচ্ছে। যার মাধ্যমে পাঠানো হচ্ছে ভিডিও লিংক। বলা হচ্ছে, রেজিস্টার করলেই অ্যাকাউন্টে ঢুকে যাবে ৩৮৮ টাকা। মিলবে আকর্ষণীয় সব ছাড়। এহেন প্রলোভনে সাড়া দিলেই বিপদ! তাছাড়া ভরা আইপিএলের মরশুমে মোবাইলে ক্রিকেট খেলার ঝোঁক অনেকেরই রয়েছে। কিন্তু সেই ফাঁদে পা ফেললেই পরিণতি হতে পারে শোচনীয়! কারণ এসব মেসেজ শুধু বিরক্তিকরই না, ভয়ংকরও! এই লিংকের মাধ্যমে স্ক্যামাররা অজান্তেই হাতিয়ে নিতে পারে আপনার ব্যক্তিগত এবং ব্যাঙ্কের তথ্য়। খোয়াতে পারেন টাকা।
এবার জেনে নিন কীভাবে সুরক্ষিত থাকবেন:
- অচেনা নম্বর থেকে পাওয়া কোনও লিংকে ভুল করেও ক্লিক করবেন না। এতে আপনার ব্যক্তিগত তথ্য পৌঁছে যেতে পারে প্রতারকদের হাতে।
- এই ধরনের অচেনা নম্বর থেকে কোনও লিংক পেলে নম্বরটি তৎক্ষণাৎ ব্লক করুন। একই সঙ্গে হোয়াটসঅ্যাপ ইউজাররা রিপোর্টও করতে পারেন।
- হোয়াটসঅ্যাপে অজানা কোনও নম্বর থেকে মেসেজ করে আপনার ব্যক্তিগত তথ্য চাইলে এড়িয়ে চলুন।
- স্প্যাম মেসেজে আসা কোনও লিংকে ক্লিক করবেন না। মেসেজের রিপ্লাই কিংবা কোনও লিংকে রেজিস্টার করবেন না।
- প্রয়োজনে বদলে ফেলুন প্রাইভেসি সেটিংস। কোনও অচেনা নম্বর যাতে আপনাকে হুটহাট কোনও হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগ করতে না পারে, তা নিশ্চিত করুন।