shono
Advertisement
UPI

UPI লেনদেনে এবার গুনতে হবে গাঁটের কড়ি? কেন্দ্রের কাছে নয়া প্রস্তাব সংস্থাগুলির

২০২০ সালের ১ জানুয়ারি থেকে ইউপিআই লেনদেনে কোনও চার্জ লাগে না।
Published By: Biswadip DeyPosted: 02:18 PM Mar 26, 2025Updated: 02:18 PM Mar 26, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইউপিআই লেনদেনে এবার অতিরিক্ত টাকা গুনতে হতে পারে। তেমন সম্ভাবনাই তৈরি হয়েছে। পেমেন্টস কাউন্সিল অফ ইন্ডিয়া তেমনই প্রস্তাব পেশ করেছে কেন্দ্রের কাছে। যদি মোদি সরকার এই প্রস্তাবে সায় দেয় তাহলে নিশ্চিতভাবেই তা ডিজিটাল লেনদেনের 'ইকোসিস্টেমে' বড়সড় প্রভাব ফেলবে।

Advertisement

প্রসঙ্গত,আগে কিন্তু ইউপিআই লেনদেন বিনামূল্যে করা যেত না। ১ শতাংশের সামান কম পরিমাণ অর্থ কেটে নেওয়া হত। কিন্তু ২০১৯ সালের অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ ঘোষণা করেন RuPay ও ইউপিআই প্ল্যাটফর্মে লেনদেনের ক্ষেত্রে কোনও চার্জ নেওয়া হবে না। এরপর দিনে দিনে জনপ্রিয়তা বেড়েছে ইউপিআইয়ের। ‘ফোনপে’, ‘জিপে’, ‘হোয়াটসঅ্যাপ পে’ ও ‘অ্যামাজন পে’র মাধ্যমে ডিজিটাল লেনদেনে আগ্রহ ক্রমেই বাড়ছে।

কিন্তু এবার দাবি উঠেছে 'জিরো এমডিআর পলিসি' এবার শেষ হোক। সরকার যদিও ইউপিআইয়ের খরচ বাবদ ভর্তুকি দেয়, কিন্তু সাম্প্রতিক সময়ে সেই পরিমাণ কমেছে। যেখানে ২০২৩-২৪ অর্থবর্ষে সাড়ে তিন হাজার কোটি টাকা ভর্তুকি দেওয়া হয়েছিল, সেখানে ২০২৪-২৫ অর্থবর্ষে তা দেড় হাজার কোটি টাকা করা হয়েছে। এই পরিমাণ ভর্তুকির অঙ্ক ডিজিটাল পেমেন্ট পরিকাঠামো পরিচালনার খরচ মেটানোর জন্য যথেষ্ট নয় বলেই দাবি।

এহেন পরিস্থিতিতে সরকার যদি পেমেন্টস কাউন্সিল অফ ইন্ডিয়ার প্রস্তাব মেনে নিয়ে ইউপিআই লেনদেনের উপর চার্জ নেওয়ার সিদ্ধান্ত নেয়, তাহলে ব্যবসায়ীরা এই খরচ সরাসরি বা পরোক্ষভাবে গ্রাহকদের উপর চাপিয়ে দিতে পারে। ব্যবসায়ীরা হয় পণ্যের দাম বাড়াতে পারে অথবা গ্রাহকদের উপর MDR ফি বিল করতে পারে। অন্যথায়, চাহিদার মন্দা এড়াতে যদি তারা বর্ধিত খরচ গ্রাহকদের উপর চাপিয়ে দিতে না চায়, তাহলে ব্যবসায়ীরা নগদ লেনদেনের জন্য চাপ দিতে শুরু করতে পারে। সেটা ভারতের ডিজিটাইজেশন পরিকল্পনাকে ধীর করে দেবে। আপাতত দেখার, শেষপর্যন্ত এব্যাপারে কী সিদ্ধান্ত নেয় কেন্দ্র।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ইউপিআই লেনদেনে এবার অতিরিক্ত টাকা গুনতে হতে পারে। তেমন সম্ভাবনাই তৈরি হয়েছে।
  • পেমেন্টস কাউন্সিল অফ ইন্ডিয়া তেমনই প্রস্তাব পেশ করেছে কেন্দ্রের কাছে।
  • যদি মোদি সরকার এই প্রস্তাবে সায় দেয় তাহলে নিশ্চিতভাবেই তা ডিজিটাল লেনদেনের 'ইকোসিস্টেমে' বড়সড় প্রভাব ফেলবে।
Advertisement