সুরজিৎ দেব, ডায়মন্ড হারবার: পথদুর্ঘটনায় এক কিশোরের মৃত্যু এবং আরেকজনের অঙ্গহানিকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা। দক্ষিণ ২৪ পরগনার বিবিটি রোডের চন্দননগর এলাকায় ব্যাপক চাঞ্চল্য। পুলিশকে দেহ উদ্ধারে বাধা। দেহ দুটি আটকে রেখে বিক্ষোভ স্থানীয়দের।
বুধবার দুপুরে মহেশতলার বজবজ ট্রাঙ্ক রোডের পাশে রাস্তা পারাপারের জন্য দুই কিশোর দাঁড়িয়েছিল। সেই সময় একটি ট্যাঙ্কার তাদের ধাক্কা মেরে চলে যায়। ঘটনাস্থলে মৃত্যু হয় এক কিশোরের। আরেকজনের দুটি হাত বাদ যায়। জখম কিশোরকে তড়িঘড়ি উদ্ধার করা হয়। চিকিৎসার জন্য বেহালা বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই ভর্তি কিশোর।
[আরও পড়ুন: বন্ধ দরজার ফাঁক দিয়ে চুঁইয়ে বেরচ্ছে রক্ত! ঘর খুলতেই বীভৎস দৃশ্যের সাক্ষী মা, চাঞ্চল্য বাঁকুড়ায়]
পথদুর্ঘটনা ঘিরে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়ায়। বজবজ ট্রাঙ্ক রোডে ভিড় জমান স্থানীয়রা। এলাকায় পৌঁছয় বিশাল পুলিশবাহিনী। দেহ উদ্ধারে বাধা দেয় পুলিশ। বোল্ডার ফেলে বিক্ষোভ দেখান স্থানীয়রা। দেহ আটকে রাখেন বিক্ষোভকারীরা। চলে জোর বিক্ষোভ। প্রায় ঘন্টাখানেক ধরে চলা অবরোধের জেরে যানচলাচল ব্যাহত হয়। ভোগান্তির শিকার যাতায়াতকারীরা।
দেখুন ভিডিও: