shono
Advertisement

বেপরোয়া বাইক রেসে প্রাণ গেল নাবালক ছাত্রর

বড়লোক বাবা কিনে দিয়েছিলেন নতুন বাইক, শেষ পর্যন্ত... The post বেপরোয়া বাইক রেসে প্রাণ গেল নাবালক ছাত্রর appeared first on Sangbad Pratidin.
Posted: 03:07 PM Feb 18, 2017Updated: 09:37 AM Feb 18, 2017

স্টাফ রিপোর্টার, দক্ষিণ ২৪ পরগনা: লাইসেন্স পাওয়ার বয়স হয়নি৷ তা সত্ত্বেও নাবালক ছেলেকে বাইক কিনে দিয়েছিলেন বড়লোক বাবা৷ আর সেই বাইক নিয়ে রেস করতে গিয়ে প্রাণ হারাল বছর সতেরোর ওই কিশোর৷ শুক্রবার রাতে সোনারপুর থানার জয়েনপুর এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে৷ মৃত কিশোরের নাম প্রীতম ঘোষ (১৭)৷ সোনারপুরের ঘাষিয়ারা এলাকার বাসিন্দা৷

Advertisement

(বিধানসভায় বেনজির নিগ্রহের শিকার অধ্যক্ষ, মুলতবি অধিবেশন)

স্থানীয় সূত্রে জানা যায়, একাদশ শ্রেণির ছাত্র ওই কিশোর৷ বাবা প্রোমোটার৷ টাকার অভাব নেই৷ তাই ছেলের আবদার মেনেই কয়েকদিন আগে লক্ষাধিক টাকার একটি বাইক কিনে দেন তিনি৷ বেপরোয়া গতিতে সেই বাইক নিয়েই দিনরাত এলাকা দাপিয়ে বেড়াতে শুরু করে সে৷ নিজের ফেসবুক অ্যাকাউন্টেও নতুন বাইক নিয়ে একাধিক ছবি পোস্ট করে সে৷ বৃহস্পতিবার রাতে জয়েনপুর এলাকায় বাইক রেসিং করছিল একদল কিশোর ও যুবক৷ নতুন বাইক নিয়ে তাদের সঙ্গে পাল্লা দিতে যায় প্রীতমও৷ তবে তখন কেউ জানত না গতির লড়াইয়ের এমন বেগতিক পরিণতি হবে৷ জানা গিয়েছে, ঝড়ের গতিতে ছুটছিল প্রীতমের বাইক৷ হঠাত্‍ রেষারেষি করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে সে৷ রাস্তার ধারের একটি ল্যাম্প পোস্টে ধাক্কা লেগে চুরমার হয়ে যায় বাইকটি৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় প্রীতমের৷ পুলিশ সূত্রে জানা যায়, প্রীতমের মাথায় কোনও হেলমেট ছিল না৷ স্থানীয়দের অভিযোগ, প্রায়ই এই রাস্তায় রেস করতে দেখা যায় এই যুবকদের৷ কারও মাথায় হেলমেট থাকে না৷ স্থানীয়দের অভিযোগ, পুলিশি টহলদারি না থাকার কারণে এই বেআইনি রেসিংয়ের বাড়বাড়ন্ত হয়েছে৷

(রাতের অন্ধকারে স্কুল গুঁড়িয়ে দিল প্রোমোটার)

The post বেপরোয়া বাইক রেসে প্রাণ গেল নাবালক ছাত্রর appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement