সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সীমান্তের ওপারে হিন্দু নির্যাতন থামছেই না। এখনও জেলবন্দি ইসকনের চিন্ময় প্রভু। প্রতিবাদে ফের পথে নামল কলকাতাবাসী। সোমবার শিয়ালদহ থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করল বাঙালি হিন্দু রক্ষা সমিতি। দাবি, অবিলম্বে চিন্ময় প্রভুকে জেলমুক্ত করতে হবে। বাংলাদেশের মহম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের পতন থেকে হিন্দু নির্যাতন বন্ধের দাবি উঠল মিছিল থেকে। জয় শ্রীরাম ধ্বনিতেও মুখরিত হল কলকাতার রাজপথ।
এদিন দুপুর একটা নাগাদ শিয়ালদহ থেকে শুরু হয় মিছিল। আম নাগরিকের পাশাপাশি অংশ নিয়েছিলেন সাধু-সন্তরাও। হাতে ছিল গেরুয়া ধ্বজা। মুখে জয় শ্রীরাম স্লোগান। জমায়েত করে মিছিল হয় হাওড়া ব্রিজেও। একইসঙ্গে আর জি কর আন্দোলনের স্লোগান ভিন্ন রূপে উচ্চারিত হল মিছিলে। স্লোগান ওঠে, "জুতো মারো তালে তালে, ইউনুসের গালে গালে।" একইসঙ্গে বিএনপির 'কলকাতা দখলে'র হুমকিকেও কটাক্ষ করা হল মিছিল থেকে। এক আন্দোলনকারীর খোঁচা, "চারদিনের মধ্যে কলকাতা দখল করবে বলেছিল, কোথায় গেল? ভয়ে পেয়ে গেল নাকি? সীমান্তই পার করতে পারবে না। কলকাতা তো দূরে থাক।" স্বাভাবিকভাবেই এই মিছিলকে কেন্দ্র করে এদিন দুপুরে কলকাতায় ব্যাপক যানজট তৈরি হয়। ভোগান্তির মুখে পড়ে আমজনতা।
বাংলাদেশে শেখ হাসিনার সরকার গদিচ্যুত হওয়ার পর থেকেই অস্থির পরিস্থিতি চলছে। হিন্দু-সহ সে দেশের সংখ্যালঘুদের উপর নির্যাতন অব্যাহত। বিশ্বজুড়ে প্রতিবাদের পরও জেলবন্দি ইসকনের সন্ত চিন্ময়কৃষ্ণ। এরই প্রতিবাদে এদিন কলকাতায় ফের পথে নামল নাগরিকরা।