সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিরাপত্তার কড়া বেষ্টনী তাঁকে অহরহ ঘিরে থাকে৷ কিন্তু তাও যেন সম্পূর্ণ নয়৷ আরও বাড়তে চলেছে তার মাত্রা৷ আর সে কারণেই এবার বুলেটপ্রুফ বাথরুম পেতে চলেছেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী৷
কে চন্দ্রশেখর রাওয়ের নিরাপত্তায় কোনও ঘাটতি নেই৷ আগামী সপ্তাহে তিনি তাঁর প্যালেসে উঠে যাবেন৷ সেখানে নজরদারির জন্য কমপক্ষে ৫০ জন সশস্ত্র নিরাপত্তারক্ষী থাকছেন৷ জেড প্লাস ক্যাটেগরি নিরাপত্তায় যা যা থাকার কথা সবই থাকছে৷ তবে তার সঙ্গে বাড়তি যোগ হচ্ছে বুলেটপ্রুফ বাথরুম৷
কেন এই ব্যবস্থা? গোয়েন্দাসূত্রে বিশেষ খবর পেয়েই মুখ্যমন্ত্রীর জন্য এই ব্যবস্থা করা হচ্ছে৷ মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে কোনওরকম ঝুঁকি নিতে নারাজ প্রশাসন৷ আর তাই নির্দিষ্ট খবর পেয়েই মুখ্যমন্ত্রীর বাসভবনের বাথরুমও বুলেটপ্রুফ করা হয়েছে৷
কড়া নিরাপত্তার ঘেরাটোপেই রাখা হচ্ছে মুখ্যমন্ত্রীকে৷ তাঁর বাসভবনের চারপাশে সশস্ত্র প্রহরা থাকছেই৷ পাশাপাশি আরও কিছু ব্যবস্থা নেওয়া হচ্ছে৷ যে কেউ ওই বাড়িতে ঢুকতে চাইলে ফোন, ঘড়ি-সহ সমস্ত ধাতব জিনিস জমা রাখতে হবে৷ ভবনটি তৈরির দায়িত্বে ছিল বিখ্যাত সাপুরজি-পালোনজি গ্রুপ৷ এমনভাবে বাড়িটি তৈরি করা হয়েছে যাতে কেউ বাইরে থেকে ভিতরে উঁকি দিতে না পারে৷ নিরাপত্তায় নূন্যতম ফাঁকও রাখা হচ্ছে না৷ আর তাতেই নয়া সংযোজন এই বুলেটপ্রুফ বাথরুম৷
The post নিরাপত্তার বজ্র আঁটুনিতে মুখ্যমন্ত্রীর জন্য বুলেটপ্রুফ বাথরুম appeared first on Sangbad Pratidin.