সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছাগল চুরির অভিযোগে এক দলিত যুবক এবং তাঁর বন্ধুর উপর অকথ্য অত্যাচার চালানোর অভিযোগ উঠল তেলেঙ্গানায় (Telangana)। দুই যুবককে উলটো করে ঝুলিয়ে বেধড়ক মারধর করা হয়। এই ঘটনায় এক মহিলা-সহ তিন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ-সহ একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি তেলেঙ্গানার মানচিরিয়াল জেলার। সম্প্রতি কোমুরাজুলা রামুলু নামের এক ব্যক্তির একটি ছাগল চুরি যায়। রামুলু, তাঁর স্ত্রী স্বরূপা এবং ছেলে শ্রীনিবাসের সন্দেহ হয় ওই ছাগল চুরি করেছে দলিত যুবক তেজা এবং তাঁর বন্ধু চিলুমুলা কিরণ। এর পরেই তেজা এবং কিরণকে ডেকে এনে তাদের উপর অকথ্য অত্যাচার চালানো হয় বলে অভিযোগ। ভাইরাল হয়েছে একটি ভিডিও। সেখানে দেখা গিয়েছে, উলটো করে ঝুলিয়ে মারধর করা হচ্ছে তেজা ও কিরণকে। সেখানে মাটির মেঝেতে কি আগুন জ্বালানো হয়েছিল? ধোয়া উঠতেও দেখা যায়।
[আরও পড়ুন: হিন্দুত্বকে ঘৃণা করে ‘ইন্ডিয়া’, উদয়ানিধি স্ট্যালিনের মন্তব্যকে হাতিয়ার করে তোপ শাহ’র]
ঘটনার কথা জানিয়ে পুলিশে অভিযোগ করেন কিরণের স্ত্রী। এর পরেই পুলিশ গ্রেপ্তার করেছে রামুলু, তাঁর স্ত্রী এবং ছেলেকে। হত্যার চেষ্টা এবং দলিতদের উপর নৃশংসতার ধারায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।