সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সময় বদলাচ্ছে। সেই পরিবর্তনের সঙ্গে সঙ্গতি রেখে সিস্টেমেও বদল প্রয়োজন। আর তাই ‘কোনও ধর্ম নেই’ ও ‘কোনও জাতি নেই’ কলাম রাখতে হবে জন্মের শংসাপত্রে (Birth Certificate)। এই মর্মে নির্দেশ জারি করল তেলেঙ্গানা হাই কোর্ট (Telangana HC)। উচ্চ আদালত এমনই গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে সংশ্লিষ্ট রাজ্য সরকারকে।
তাঁদের সন্তানের ক্ষেত্রে তাঁরা কোনও ধর্মীয় কিংবা জাতিগত পরিচয় দিতে চান না, এক দম্পতি হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন এই আরজি জানিয়ে। এই তথ্য না জানানোর অধিকার চেয়েছিলেন তাঁরা। তাঁদের আরজিতে সাড়া দিয়েছেন বিচারপতি ললিতা কান্নেগান্তি। তিনি জানিয়েছেন, ওই দম্পতির অধিকার রয়েছে কোনও ধর্মকে অনুসরণ না করার। আর এই অধিকার ভারতীয় সংবিধানের ২৫ নম্বর ধারাতেই দেওয়া হয়েছে।
[আরও পড়ুন: ভিনজাতের ছাত্রীর জলের বোতলে প্রস্রাব ভরল সহপাঠীরা! পদক্ষেপ করেনি স্কুল, তুমুল বিক্ষোভ]
উচ্চ আদালত জানিয়েছে, রাজ্য কোনও নাগরিককেই বাধ্য করতে পারে না, তাঁদের ধর্ম বা অন্য পরিচয় জানানোর জন্য। আর যদি কখনও করে, তাহলে তা সংবিধানে বর্ণিত মৌলিক অধিকার থেকে বঞ্চনা হিসেবেই গণ্য হবে। আর সেই কারণেই এই নির্দেশ দেওয়া হল। এই রায়কে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।