shono
Advertisement

Breaking News

৫.৬ কোটি টাকা খরচ করে মানত পূরণ মুখ্যমন্ত্রীর, নিন্দার ঝড়

ক্ষমতায় আসার পর থেকেই সাধারণ মানুষের টাকায় চলছে এই মানত পূরণের পালা৷ The post ৫.৬ কোটি টাকা খরচ করে মানত পূরণ মুখ্যমন্ত্রীর, নিন্দার ঝড় appeared first on Sangbad Pratidin.
Posted: 07:52 PM Feb 21, 2017Updated: 02:22 PM Feb 21, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যখন আন্দোলন শুরু করেছিলেন৷ মানতগুলি তখনই করে রেখেছিলেন৷ পূরণ হয়েছে৷ পৃথক রাজ্যের তকমা পেয়েছে তেলেঙ্গানা৷ তাই মানত পূরণ করে চলেছেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও৷ এবার বিশেষ বিমানে করে তিরুপতি যাচ্ছেন তিনি৷ সেখানে তিরুমালা মন্দিরে ৫.৬ কোটি টাকার সোনার অলঙ্কার দান করবেন তিনি৷

Advertisement

আর ফ্রি-তে মিলবে না Jio ফোর-জি ডেটা, ঘোষণা আম্বানির

ভগবান বালাজিকে দেওয়া হচ্ছে সোনার অলঙ্কার, মুকুট আর সোনার নথ দেওয়া হচ্ছে দেবী পদ্মাবতীকে৷ ২০১৪ সালে তেলেঙ্গানা পৃথক রাজ্য ঘোষণা হওয়ার পর থেকেই এভাবে মানত পূরণের পালা চলছে৷ কিছুদিন আগেই ওয়াব়্যাঙ্গালের ভদ্রকালী দেবীকে ৩.৫ কোটি টাকার ১২ কিলোগ্রাম ওজনের সোনার মুকুট দিয়েছিলেন তিনি৷ এই সপ্তাহের শেষেই কুরভির বীরভদ্রস্বামী মন্দিরে সোনার গোঁফ দেওয়ার কথা রয়েছে তাঁর৷ এর জন্য গঠন করা হয়েছে বিশেষ তহবিল৷ তেলেঙ্গানার এর নামী দোকানে সমস্ত সোনার সামগ্রী তৈরির বরাত দেওয়া আছে৷ পুরো টাকাটাই নাকি করদাতাদের রাজ্যকে দেওয়া রাজস্ব থেকে খরচ করা হচ্ছে৷

জঙ্গি বিরোধী অভিযানে নয়া পন্থা সেনার

এর জন্য সমালোচনাও কম হচ্ছে না তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর৷ রাজ্যে প্রায় দিনই কৃষক মৃত্যুর মতো ঘটনা ঘটছে৷ কেন্দ্রের কাছে তেলেঙ্গানার ঋণের পরিমাণও বৃদ্ধি পাচ্ছে৷ এমন অবস্থায় সাধারণ করদাতাদের টাকা এভাবে দান-ধ্যানে খরচ না করে মানুষের উপকারে ব্যবহার করলে বেশি পূণ্য হত না? এই প্রশ্ন তুলেছেন বিরোধীরা৷ কিন্তু কেসিআর নিজের অবস্থানে অনড়৷ কথা দিয়েছেন, তাই কথা তাঁকে রাখতেই হবে৷

আইন হাতে নিয়ে পুলিশকে চড় বিজেপি নেত্রীর স্বামীর!

The post ৫.৬ কোটি টাকা খরচ করে মানত পূরণ মুখ্যমন্ত্রীর, নিন্দার ঝড় appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement