shono
Advertisement

ইফতার আয়োজনে সব মসজিদকে ১ লক্ষ টাকা অনুদান সরকারের

১৮ জুন বড়সড় ইফতারের আয়োজন করতে চলেছে তেলেঙ্গানা সরকার৷ The post ইফতার আয়োজনে সব মসজিদকে ১ লক্ষ টাকা অনুদান সরকারের appeared first on Sangbad Pratidin.
Posted: 11:50 AM Jun 10, 2017Updated: 06:20 AM Jun 10, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রমজান মাস শেষে জুনেই খুশির ইদ উৎসবে মাতবেন মুসলিম সম্প্রদায়ের মানুষ৷ আর তাঁদের এই বিশেষ পরব উপলক্ষে ১৮ জুন বড়সড় ইফতারের আয়োজন করতে চলেছে তেলেঙ্গানা সরকার৷ আসন্ন ইদে সব মুসলিমরা যাতে সমানভাবে উৎসব পালন করতে পারেন, সেই প্রচেষ্টাই করছে প্রশাসন৷

Advertisement

[যীশু খ্রিষ্ট ‘শয়তান’! বিতর্কে গুজরাটের নবম শ্রেণির হিন্দি পাঠ্যবই]

ইদ উপলক্ষে বিভিন্ন রাজ্যের সরকারই ইফতারের আয়োজন করে থাকে৷ তবে এবার তেলেঙ্গানা প্রশাসন বেশ ধুমধাম করেই ইদ উৎসব পালন করতে চলেছে৷ পশু পালন ও সিনেমাটোগ্রাফি মন্ত্রী (Animal Husbandry and Cinematography Minister) থালাসানি শ্রীনিবাস যাদব এই বিষয়ে মসজিদ কমিটির সভাপতি ও সচিবদের সঙ্গে শুক্রবার একটি বৈঠকে বসেন৷ সেখানেই ঠিক হয়, কীভাবে ইফতারের আয়োজন করা হবে৷ তিনি জানান, তাঁর চেম্বারেই সমস্ত ব্যবস্থা হবে৷ শুধু তাই নয়, আগামী ১৬ জুন ইফতার আয়োজনের জন্য রাজ্যের ৪৩২টি মসজিদ কর্তৃপক্ষের হাতে প্রশাসনিক খাত থেকে এক লক্ষ টাকা করে তুলে দেওয়া হচ্ছে বলেও জানানো হয়েছে৷ এর পাশাপাশি থাকছে ২ লক্ষ ১৬ হাজারটি উপহার এবং ৫০০ খাবার প্যাকেটও মসজিদগুলিতে পাঠিয়ে দেওয়া হবে৷ মসজিদ কর্তৃপক্ষকে বলা হয়েছে, ধর্মক্ষেত্রে আগত মুসলিম সম্প্রদায়ের মানুষের মধ্যে যেন সেই সব উপহার এবং প্যাকেট বিতরণ করে দেওয়া হয়৷

[চ্যারিটি ম্যাচে মারাদোনার বিরুদ্ধে মাঠে নামবেন সৌরভ]

The post ইফতার আয়োজনে সব মসজিদকে ১ লক্ষ টাকা অনুদান সরকারের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement