সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুক্রবার সকাল থেকেই সোশাল মিডিয়ায় ভাইরাল একটি পোস্ট আর সেখানেই দেখা গেল হাসপাতালের বেডে শুয়ে ভিকি জৈন। হাসপাতালের বেডে শুয়ে থাকা ভিকির বেডের পাশে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে অভিনেত্রী অঙ্কিতা লোখাণ্ডেকে। জানা যাচ্ছে, দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে গত তিনদিন ধরে মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে ভর্তি। চিত্রপরিচালক সন্দীপ সিং জানিয়েছেন, ভিকির হাত্বের উপর বড় একটি কাচ পড়ে তা প্রায় টুকরো টুকরো হয়ে গুরুতর আহত হয়েছেন অভিনেতা। ডানহাতে প্রায় ৪৫টি সেলাই পড়েছে ভিকির।
ভিকির এই ছবি দেখার পর থেকেই রীতিমতো উদ্বিগ্ন নেটপাড়া। তাঁর ছবি ভাইরাল হওয়ার পর থেকেই ভিকি ও অঙ্কিতার অনুরাগীরা এই নিয়ে বেশ চিন্তিত। সেই পোস্টে যদিও অঙ্কিতা বা ভিকির পরিবারের কেউই খোলসা করেননি যে ঠিক কী হয়েছে তাঁর? নেটিজেনরা সেই পোস্টে ভিকির সুস্থতা কামনা করেছেন। কেউ কেউ আবার কটাক্ষ করে লিখেছেন, 'বিগবসের মঞ্চে একে অপরকে সম্মান করতেন না। এমনটা তো হওয়ারই ছিল।'
২০২১ সালে ভিকি জৈনের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন টেলিদুনিয়ার জনপ্রিয় অভিনেত্রী অঙ্কিতা লোখাণ্ডে। বিয়ের পর থেকেই স্বামী ভিকি জৈনের সঙ্গে বিভিন্ন রিয়ালিটি শোয়ের হাত ধরে বারবার দর্শকের দরবারে এসেছেন অঙ্কিতা। 'বিগ বস'র ঘরে অশান্তির চোটে স্বামী-স্ত্রীর মধ্যে বহুদিন কথাও বন্ধ ছিল। এরই ফাঁকে ভিকির সঙ্গে বন্ধুত্ব তৈরি হয় বিগ বসের আরেক প্রতিযোগী আয়েশার সঙ্গে। সেই আয়েশাকেই বিবাহিত পুরুষের দুঃখ, কষ্ট নিয়ে নানা কথা শোনাচ্ছিলেন ভিকি। এই সব নিয়েই বারবার চর্চায় এসেছেন দম্পতি। এবার ফের সোশাল মিডিয়ায় ভাইরাল দম্পতি।
