সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একদিকে দশম শ্রেণীর পড়াশোনা। আরেকদিকে ১৪ ঘণ্টা ধারাবাহিকের শুটিং। সমান্তরালে দুই-ই দিব্যি সামলে চলেছেন সাইনা চট্টোপাধ্যায়। এবার 'কনে দেখা আলো'র সেটে শুটিংয়ের ফাঁকে কীভাবে বোর্ড পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন? সেই ঝলকই দেখালেন প্রয়াত অভিষেক চট্টোপাধ্যায়ের কন্যা।
বাবা অভিষেকের পদাঙ্ক অনুসরণ করে অভিনয় দুনিয়ায় পা রেখেছেন সাইনা। 'অনুরাগের ছোঁয়া' ধারাবাহিকে হাতেখড়ি করে 'রূপা'র চরিত্রে নজর কেড়েছিলেন। বর্তমানে 'কনে দেখা আলো'র মুখ্য ভূমিকায় দেখা যাচ্ছে তাঁকে। বয়স মাত্র পনেরো হলেও সিরিয়ালের চরিত্রের জন্য শাঁখা-পলা, সিঁদুরে বাবা-মায়ের আদরের 'ডল' যেন বর্তমানে আদ্যোন্ত 'লেডি' হয়ে উঠেছেন। টেলিদর্শকদেরও বেজায় পছন্দ এই মিষ্টি নায়িকাকে। তবে শৈশব থেকে অভিনয়ের প্রতি অনুরাগ থাকলেও পড়াশোনাতে কোনওরকম খামতি রাখেননি সাইনা।
মা সংযুক্তা মাসখানেক আগেই 'হোমস্কুলিং'য়ে ভর্তি করেছেন মেয়েকে। কারণ ১৪ ঘণ্টা ধারাবাহিকের শুটিংয়ের পাশাপাশি স্কুলে প্রথাগত শিক্ষা নিতে গিয়ে হিমশিম খেতে হচ্ছিল সাইনাকে। সেকারণেই ইন্টারন্যাশনাল জেনারেল সার্টিফিকেট অফ সেকেন্ডারি এডুকেশন-এর জন্য প্রস্তুতি নিতে হচ্ছে অভিনেত্রীকে। আগামী ফেব্রুয়ারি মাসে বোর্ড পরীক্ষা। হাতে আর মাত্র তিন মাস। তাই বিন্দুমাত্র সময় নষ্ট না করে শুটিংয়ের ফাঁকে সেটেই জোরকদমে পড়াশোনা চালাচ্ছেন সাইনা। আর সেই ছবিই অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন অভিষেককন্যা।
২০২২ সালের ২৪ মার্চ প্রয়াত হন অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়। রূপোলি পর্দার জনপ্রিয় নায়ক। বড় পর্দার পাশাপাশি কাজ করেছেন ছোট পর্দাতেও। বাবার দেখানো সেই পথেই হেঁটেছেন সাইনা। অভিনয় জগতে আসার পরই রীতিমতো নিজের জায়গা তৈরি করতে শুরু করেছেন নিজের চেষ্টায়। ছোটপর্দায় 'রূপা' চরিত্রে তাঁর হাতেখড়ি। ছোটবেলা থেকেই অভিনেত্রী হওয়ার ইচ্ছে ছিল।
