পৌষ সংক্রান্তির আবহে ফের বিনোদুনিয়ায় আছড়ে পড়ল দুঃসংবাদ! প্রয়াত অমল কুমার চৌধুরী (Amal Kumar Chowdhury)। আপামর বাঙালি দর্শকের কাছে যিনি 'মহিষাসুর' বলেই পরিচিত। খবর, বুধবার ইহজগতের মায়া কাটিয়ে পরলোকের উদ্দেশে রওনা হলেন অমলবাবু। নয়ের দশকে মহালয়ার ভোরে যার অট্টহাসিতে কাঁপন ধরত বাঙালির বুকে, সেই অধ্যায়ের অবসান ঘটল।
অশোকনগরের বাসিন্দা ছিলেন অমল কুমার। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন 'প্রাক্তন' অভিনেতা। জানা যায়, একসময়ে শত শত ছেলেমেয়েকে আঁকা সেখাতেন তিনি। তার সঙ্গে চলত অভিনয়ের টুকটাক কাজ। কিন্তু বিগত দেড়-দু' দশক ধরে অভিনয় দুনিয়া থেকে দূরে থাকা অমল অসুরের সঙ্গী হয়েছিল নিত্য অভাব, অনটন। বছর তিনেক আগে এই কারণেই সংবাদের শিরোনামে ঠাঁই পেয়েছিলেন দূরদর্শনের পরিচিত অমল অসুর। তার পরও পরিস্থিতির কোনও হেরফের হয়নি। বুধবার, ১৪ জানুয়ারি নীরবেই ইহজগৎ থেকে বিদায় নিলেন অমল কুমার চৌধুরী। মৃত্যুকালে বয়স হয়েছিল ৬৬ বছর।
নিজের এলাকায় 'আঁকার মাস্টার' হিসেবেই পরিচিত ছিলেন অমল চৌধুরী। লাইট-ক্যামেরা, অ্যাকশনের দুনিয়ার প্রতি অনুরাগ্য না থাকলেও ভাগ্যের ফেরে রুপোলি পর্দার সঙ্গে পরিচয়। চেহারার গড়ন তাঁকে এনে দিল 'মহিষাসুর'-এর পার্ট। আর প্রথম চেষ্টাতেই বাজিমাত! দূরদর্শনের পর্দায় তাঁকে অসুর অবতারে দেখার পর থেকে এলাকার অনেকেই অমলবাবুকে 'অসুর কাকু' বলে ডাকতেন। তবে 'মহিষাসুর'-এর চরিত্র ছাড়াও যমরাজ এবং কখনও অসুরের প্রধান সেনাপতি হিসেবে পর্দায় নজর কেড়েছেন অমল চৌধুরী।
