shono
Advertisement
Riju Biswas

'শাড়িতে ভালো লাগছে বলা কি অন্যায়?', মেয়েদের 'ভারচুয়াল হেনস্তা' বিতর্কে পালটা প্রশ্ন অভিনেতা ঋজুর

আইনি পদক্ষেপও করেছেন 'বউ কথা কও' অভিনেতা।
Published By: Sandipta BhanjaPosted: 04:20 PM Nov 01, 2025Updated: 04:37 PM Nov 01, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিন দুয়েক ধরেই সোশাল পাড়ায় ট্রেন্ডিং ঋজু বিশ্বাস! একসময়কার জনপ্রিয় ধারাবাহিক 'বউ কথা কও'-এর সুবাদে টেলিদর্শকদের অন্দরমহলে 'প্রিয় অভিনেতা' হয়ে উঠেছিলেন 'নিখিল'। আর সেই অভিনেতাই কিনা এখন নেটবাসিন্দাদের 'চক্ষুশূল' হয়ে উঠেছেন! কেন?

Advertisement

সম্প্রতি জনৈক উঠতি মডেল ঋজুর সঙ্গে তাঁর ব্যক্তিগত কথোপকথনের স্ক্রিনশট শেয়ার করে ' ভারচুয়াল হেনস্তা'র অভিযোগ তুলেছেন। সেখান থেকেই বিতর্কের সূত্রপাত। তার পর থেকেই ঋজু বিশ্বাসের বিরুদ্ধে অনেক মহিলা এই একই অভিযোগ তুলেছেন। এমনকী প্রমাণ হিসেবে অভিনেতার সঙ্গে চ্যাটের স্ক্রিনশটও শেয়ার করেছেন তাঁরা! যেগুলোর প্রত্যেকটিতেই 'শাড়ি পরে ভালো লাগছে' মন্তব্যটি রয়েছে। আর তার পর থেকেই ঋজুকে নিয়ে নেটপাড়ায় ট্রোল-মিমের অন্ত নেই। এমনকী কটাক্ষের মুখেও পড়তে হচ্ছে তাঁকে। ইতিমধ্যেই অভিযোগকারিণীর বিরুদ্ধে পালটা আইনি পদক্ষেপ করেছেন অভিনেতা। তবে নেটপাড়ার রোষানলে পড়ে এবার পরিস্থিতি বেগতিক দেখে 'ড্যামেজ কন্ট্রোল' করতে মাঠে নামলেন ঋজু।

অভিনেতার সাফ কথা, 'শাড়িতে ভালো লাগছে বলা কি অন্যায়? আমি অনেককেই এভাবে প্রশংসা করেছি। কেন, ফেসবুকে এক জন অন্য জনকে মেসেজ করতে পারে না? ঋজুর সংযোজন, "ম্যাসেজ করে কোনও ভুল তো করিনি। কেউ দেখাতে পারবেন, আমি কোনও অশালীন প্রস্তাব দিয়েছি? দু দিন আগে আমার মাকেও একইভাবে প্রশংসা করেছি।" অভিনেতা জানালেন, অনেকেই তাঁকে 'প্রোফাইল হ্যাক হয়েছে' বলার নিদান দিয়েছিলেন। কিন্তু তিনি মিথ্যে বলতে পছন্দ করেন না বলেই এক্ষেত্রেও সেটা করেননি। ঋজু জানিয়েছেন, তাঁর মা ক্যানসারে আক্রান্ত। হাতে সাত মাস কাজ নেই। আর্থিক অনটনের মধ্য দিয়ে যাচ্ছেন। তাই যত দ্রুত সম্ভব কাজে ফিরতে চান তিনি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • দিন দুয়েক ধরেই সোশাল পাড়ায় ট্রেন্ডিং ঋজু বিশ্বাস!
  • জনৈক উঠতি মডেল ঋজুর সঙ্গে তাঁর ব্যক্তিগত কথোপকথনের স্ক্রিনশট শেয়ার করে 'ভার্চুয়াল হেনস্তা'র অভিযোগ তুলেছেন।
  • অভিনেতার সাফ কথা, 'শাড়িতে ভালো লাগছে বলা কি অন্যায়?"
Advertisement